সিরাজগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে আহত ৫


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 10-04-2023

সিরাজগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে আহত ৫

সিরাজগঞ্জের তাড়াশে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (১০ এপ্রিল) সকালে উপজেলার নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কালুপাড়া গ্রামের তোফাজ্জল হোসেন (৬০) তার দুই ভাই জমসের আলী (৫৫), তমছের আলী (৫০), তমছের আলীর স্ত্রী হালিমা খাতুন (৪৫) ও তাদের ছেলে আব্দুল আলিম (৩০)। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালুপাড়া গ্রামের তোফাজ্জাল হোসেনের সঙ্গে একই গ্রামের ফজল আলী গংয়ের জমিজমা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও আছে। এরই জের ধরে সোমবার সকালে ফজল আলী গং তোফাজ্জলের বাড়ীতে হামলা ও ভাংচুর চালায়। বাঁধা দিতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে ৫ জন আহত হন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]