মস্কো উৎসবে ‘পেয়ারার সুবাস’, জয়ার উচ্ছ্বাস


তামান্না হাবিব নিশু: , আপডেট করা হয়েছে : 09-04-2023

মস্কো উৎসবে ‘পেয়ারার সুবাস’, জয়ার উচ্ছ্বাস

নূরুল আলম আতিকের সিনেমা ‘পেয়ারার সুবাস’। লম্বা সময় ধরে শেষ হয়েছে সিনেমাটির কাজ। এর মূল চরিত্রে আছেন জয়া আহসান।

৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে সিনেমাটি। উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের হয়ে লড়বে ’পেয়ারার সুবাস’। এমনটাই জানা গেছে উৎসব কর্তৃপক্ষ সূত্রে।

২০ এপ্রিল পর্দা উঠবে ৪৫তম মস্কো উৎসবের। আসর চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। ‘পেয়ারার সুবাস’ প্রিমিয়ার হবে ২৬ এপ্রিল। মূল প্রতিযোগিতা বিভাগে ‘পেয়ারার সুবাস’ ছাড়া থাকছে আরও ১১টি সিনেমা।

মস্কো উৎসবে ‘পেয়ারার সুবাস’ জায়গা করে নেওয়ায় উচ্ছ্বসিত অভিনেত্রী জয়া আহসান। ফেসবুকে পোস্ট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। অভিনেত্রী লিখেছেন, ‘আমার অন্যতম পছন্দের কাজ, নূরুল আলম আতিক পরিচালিত ছবি ‘পেয়ারার সুবাস’ ৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান প্রতিযোগিতা বিভাগে, ১৪+ সিকোয়েল,  দ্য ডেড ম্যানস ব্রাইড, ফার্স্ট লাভ, প্যারাডাইস লস্টসহ ১২টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ছবির সঙ্গে নির্বাচিত। ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে এ সম্মানীয় চলচ্চিত্র উৎসবের সঙ্গেই।’

জয়া আরও লেখেন, ‘এই খবরে বিশেষভাবে আপ্লুত আমরা। ‘পেয়ারার সুবাস’ এক ভিন্নধর্মী বাংলা ছবি, বিশ্বের দরবারে এই ছবির অভিযান আরও উজ্জ্বল হোক, ছবির সঙ্গে যুক্ত প্রত্যেককে জানাই শুভেচ্ছা নিরন্তর।’

জয়া আহসান ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, তারিক আনাম খান, আহমেদ রুবেল, দিহান, সুষমা সরকার, মাহমুদ, নূর ইমরান মিঠু, মশিউল আলম, জয়িতা মহালনবিশ ও আঁখি আফরোজসহ অনেকে।

এর আগে, ৪৪তম মস্কো চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের হয়ে বাজিমাত করেছিলেন যুবরাজ শামীম। নিজের প্রথম সিনেমা ‘আদিম’ দিয়ে মস্কো জয় করেছিলেন তিনি। মূল বিভাগে প্রতিযোগিতা ছাড়াও নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড ঘরে তুলেছিল ‘আদিম’। এবারের আসরে জুরি হিসেবে থাকছেন যুবরাজ শামীম। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]