ইউক্রেনে মায়ের কোলে ফিরেছে অধিকৃত এলাকা থেকে রাশিয়ায় নিয়ে যাওয়া ৩০টিরও বেশি শিশু।
শনিবার (৮ এপ্রিল) সেভ ইউক্রেন নামক একটি দাতব্য সংস্থা শিশুদের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সেভ ইউক্রেন জানিয়েছে, ফিরে আসা শিশুদের রাশিয়া অধিকৃত অঞ্চল থেকে রাশিয়ার মূল ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়েছিল। কিয়েভের দাবি, এ ৩০ শিশুর ফিরে আসা ছোট্ট একটি ঘটনা। কারণ, রাশিয়া অধিকৃত অঞ্চল থেকে প্রায় সাড়ে ১৯ হাজার শিশুকে রাশিয়ার মূল ভূখণ্ডে নিয়ে গিয়েছে রুশরা।
সেভ ইউক্রেন আরও জানিয়েছে, শিশুরা এবং তাদের পরিবারের সদস্যরা নিরাপদের সীমান্ত অতিক্রম করে কিয়েভ নিয়ন্ত্রিত এলাকায় পৌঁছেছে। সংস্থাটির প্রকাশ করা এক ভিডিও থেকে দেখা গেছে, শিশুরা ব্যাগ এবং সুটকেস নিয়ে পায়ে হেঁটে সীমান্ত অতিক্রম করে এবং পরে সেখান থেকে একটি বাসে করে চলে যায়।
সেভ ইউক্রেনের প্রতিষ্ঠাতা মাইকোলা কুলেবা বলেছেন, ‘আমাদের পঞ্চম উদ্ধার অভিযান প্রায় শেষের দিকে। আমরা বেশ কয়েকজন শিশুকে ফিরিয়ে আনতে পেরেছি এবং এর নানা জটিলতার কারণেও এটি বেশ কঠিন মিশন ছিল।’
কুলেবা যেসব মা রাশিয়ায় গিয়ে লড়াই করে তাদের সন্তানদের ছাড়িয়ে এনেছেন, তাদের সাহসের প্রশংসা করেন। তিনি তাদের ‘বীরোচিত মা’ বলেও আখ্যা দেন।