শাকিব আল হাসানের বিকল্প অবশেষে পেয়ে গেল কেকেআর


ক্রিড়া ডেস্ক: , আপডেট করা হয়েছে : 05-04-2023

শাকিব আল হাসানের বিকল্প অবশেষে পেয়ে গেল কেকেআর

শাকিব আল হাসানের বিকল্প অবশেষে পেয়ে গেল কেকেআর। তারা ইংল্যান্ডের মারকুটে ওপেনার জেসন রয়কে নিল দুই কোটি ৮০ লক্ষ টাকার বিনিময়ে।

প্রথমে ঠিক ছিল, শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনকাকে নেবে কেকেআর। কিন্তু তাঁর সঙ্গে গুজরাত টাইটান্সের আগেই চুক্তি হয়ে গিয়েছিল। তাদের কেন উইলিয়ামসন ছিটকে যাওয়ায় শনকাকে চুক্তি করিয়ে সেটি গোপন রেখেছিল। ওই চালাকি ধরতে পারেননি কলকাতার কর্তারা।

জেসন রয়কে নেওয়ার পিছনে কেকেআরের যুক্তি, দলের ব্যাটিং বিভাগ শক্তিশালী করা। সেই লক্ষ্যেই তারা ইংল্যান্ডের মারকুটে ওপেনারকে সই করিয়েছে।  

সদ্য পাকিস্তান সুপার লিগেও রয় কোয়েটা গ্ল্যাডিয়েটরের হয়ে ৬৩ বলে ১৪৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। টি ২০ ক্রিকেটে এটাই তাঁর সেরা ইনিংস।

২০১৭ ও ২০১৮ সালের আইপিএলে খেলেছিলেন জেসন। শেষবার আইপিএল খেলেন ২০২১ সালে। সেবার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে নামেন। ২০২১ সালে পাঁচটি ম্যাচ খেলে একটি অর্ধশতরানসহ ১৫০ রান করেছিলেন। ৩২ বছরের এই ব্যাটার ইংল্যান্ডের হয়ে ৬৪টি টি ২০ ম্যাচে ১৫২২ রান করেছেন। রয়েছে আটটি অর্ধশতরান। স্ট্রাইক রেট ১৩৭.৬১।

আগামী ৯ এপ্রিল তৃতীয় ম্যাচের আগেই ভারতে চলে আসবেন ইংরেজ ব্যাটার। তিনি গুজরাতের বিপক্ষে ম্যাচটি খেলতে পারেন আমদাবাদে। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]