তুরস্কে ভূমিকম্প: ৫৪ দিন পর মায়ের কাছে ফিরল শিশু


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 05-04-2023

তুরস্কে ভূমিকম্প: ৫৪ দিন পর মায়ের কাছে ফিরল শিশু

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের ৫৪ দিন পর মায়ের কাছে ফিরেছে আশ্চর্যজনকভাবে বেঁচে যাওয়া শিশু ভেতিন বেগদাস। শিশুটিকে 'গিজেম' নাম দিয়েছেন স্বাস্থ্যকর্মীরা যার অর্থ বা 'বিস্ময়কর শিশু'। ভূমিকম্পের প্রায় পাঁচদিন পর হাতায় প্রদেশের ধ্বংসস্তুপ থেকে কোনো ধরণের শারীরিক জটিলতা ছাড়াই উদ্ধার করা হয় তাকে।

আল জাজিরা জানায়, তুরস্কের আঙ্কাারা থেকে বিশেষ বিমানে আদিয়ান প্রদেশে নিয়ে যাওয়া হয় ছোট্ট শিশু ভেতিনকে। সেখানকার একটি হাসপাতালে তার মা ভূমিকম্পে আহত হয়ে আগে থেকেই চিকিৎসাধীন ছিলেন। তার কাছেই হস্তান্তর করা হয় ভেতিনকে। বর্তমানে তার বয়স মাত্র সাড়ে তিন মাস।

চলতি বছরের ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার সীমান্ত অঞ্চলে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে তুরস্কের দক্ষিণাঞ্চলের অন্তত ১০টি দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে প্রায় ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়। 

ভূমিকম্পের পাঁচদিন পর হাতায় প্রদেশের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা হয়েছিল শিশুটিকে। এরপর রাজধানী আঙ্কারার একটি সরকারি আশ্রয়কেন্দ্রে রাখা হয় তাকে। সমস্যা দেখা যায় শিশুটির পরিবারকে খুঁজে না পাওয়ায়।

পরবর্তীতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শিশুটির মা ইয়েসমিন বেগদাসের সন্ধান পাওয়া যায়। এক উদ্ধারকর্মী বলেন,  গত মার্চ থেকেই আমরা গিজেমের পরিবারকে খুঁজতে শুরু করি। জানতে পারি যে তার মা সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরবর্তীতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে আমরা শিশুটির মাকে খুঁজে পেতে সক্ষম হই।

শিশুটির অলৌকিক ভাবে বেঁচে যাওয়ায় স্বাস্থ্যকর্মীরা তার নাম দেন 'গিজেম' বা 'বিস্ময়কর শিশু'। ভূমিকম্পের ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে শিশুটির বাবা এবং দুই ভাই মারা গেছে। সিরিয়ান বংশোদ্ভূত ভেতিনের পরিবার ক্ষতিগ্রস্ত হাতায়া প্রদেশে বসাবাস করতো বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]