আত্মসমর্পণ করতে নিউইয়র্কে ট্রাম্প, শহরজুড়ে নিরাপত্তা জোরদার


অনলাইন ডেস্ক : , আপডেট করা হয়েছে : 04-04-2023

আত্মসমর্পণ করতে নিউইয়র্কে ট্রাম্প, শহরজুড়ে নিরাপত্তা জোরদার

সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলের সাথে যৌন কেলেঙ্কারির ঘটনা ধামাচাপা দিতে ঘুষ দেয়ার মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদালতে আত্মসমর্পণের জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে পৌঁছেছেন। স্থানীয় সময় সোমবার ব্যক্তিগত বিমানে নিউইয়র্ক শহরে পৌঁছান। পরে শহরটির ট্রাম্প টাওয়ারে যান তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ট্রাম্প টাওয়ারে আইনজীবীদের সঙ্গে রয়েছেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট।

মঙ্গলবার সকালে পুলিশ ও আদালতের কর্মীদের পাশাপাশি সিক্রেট সার্ভিস এজেন্টরা সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে নিউইয়র্ক হয়ে লোয়ার ম্যানহাটান কোর্ট কমপ্লেক্সে নিয়ে যাবেন।

এদিকে ট্রাম্পের আদালতে যাওয়ার খবর প্রকাশ্যে আসায় বিক্ষোভের সম্ভাবনায় আদালতের বাইরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে নিউইয়র্ক কর্তৃপক্ষ। বিক্ষোভ এড়ানোর জন্য নিউইয়র্ক সিটি পুলিশ ট্রাম্প টাওয়ারের চারপাশ ঘেরাও করে রেখেছে এবং ম্যানহাটন ক্রিমিনাল কোর্টহাউসের কাছে রাস্তা অবরোধ করে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফৌজদারি এবং সুপ্রিম কোর্টের কেন্দ্রস্থল ডাউনটাউন কোর্টহাউস ট্রাম্পের উপস্থিতির আগে বেশ কিছু আদালত কক্ষ বন্ধ করে ফেলা হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটের দিকে আদালতে অভিযোগের ব্যাপারে ট্রাম্প মুখোমুখি হবেন বলে জানানো হয়েছে। বিচারকের সামনে হাজির হয়ে তিনি নিজেকে নির্দোষ দাবি করতে পারেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আদালতে সাজা ঘোষণার আগে প্রথমে ম্যানহাটনের জেলা অ্যাটর্নি অ্যালভিন ব্রাগের অফিসে আত্মসমর্পণ করবেন ট্রাম্প। এরপর ফৌজদারি মামলায় মুখোমুখি হবেন তিনি।

সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ, ২০০৬ সালে স্টরমি ড্যানিয়েলসের সঙ্গে তার যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। পরে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে তার পক্ষ থেকে মোটা অঙ্কের ঘুষ দেয়া হয়েছিল ড্যানিয়েলসকে।

এ ঘটনায় কিছুদিন আগে নিউইয়র্কের একটি গ্র্যান্ড জুরি ট্রাম্পের বিরুদ্ধে উঠা অভিযোগে দোষী সাব্যস্ত করে তাকে। তবে যেসব বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, তা বিস্তারিত প্রকাশ করা হয়নি।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]