উবারে এক নামকরা সাংবাদিক আমার গায়ে হাত দিয়েছে: প্রভা


তামান্না হাবিব নিশু: , আপডেট করা হয়েছে : 02-04-2023

উবারে এক নামকরা সাংবাদিক আমার গায়ে হাত দিয়েছে: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বলেছেন, এক নামকরা সাংবাদিক কোনো একদিন উবারে বসে তার গায়ে হাত দিয়েছিলেন।

শনিবার (১ এপ্রিল) অভিনয় শিল্পী সংঘ আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন খুলে কথা বলেন প্রভা।

ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া একটি তিক্ত ঘটনার পর যথেষ্ট খেসারত দিতে হয়েছে এ অভিনেত্রীকে। যদিও মানসিকভাবে শক্ত থাকার কারণে হারিয়ে যাননি তিনি। ফিরে এসেছেন স্বাভাবিক জীবনে। তবে গণমাধ্যমের সঙ্গে সম্পর্কটা শীতলই ছিল তার।

অভিনয় শিল্পী সংঘ আয়োজিত অনুষ্ঠানে এসে ভালো লাগা কাজ করছে উল্লেখ করে প্রভা বলেন, ‘এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। আমি গ্রেটফুল অ্যাসোসিয়েশনের কাছে।’

সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন সময়ে ঘটা কিছু কথা তুলে ধরেন প্রভা। তিনি বলেন, ‘ডিভোর্সের পেপার যখন আমি ফাইল করি তখন আমার বাবা মাকে জানাচ্ছিলাম এই জিনিসটা তো আমার পাওনা। আমি কেন পাব না? এটা তো ঠিক হচ্ছে না। আমি ধর্মীয়ভাবে কিংবা আইনগত ভাবেও তো এটা পাই। সবকিছুই করতে পারতাম সাংবাদিকরা যদি আমাকে সাহায্য করতেন। আপনাদের সাথে আমার এই দূরত্বটা কেন আমাকে একটু বলবেন?’

প্রভা বলেন, একজন জার্নালিস্ট আমি সেদিন উবার নিয়েছি, আমার গাড়ি ছিল না, ভাই মানুষ, সে আমার পাশে বসলো। বললো আপু আমাকে এয়ারপোর্টের সামনে নামিয়ে দাও।

‘কথা বলতে বলতে সে আমার পায়ে হাত রাখছে। আমার কোনো কলিগ আমার পায়ে হাত রাখবে না। আমি তখন তাকে সঙ্গে সঙ্গে বললাম তুমি আমার গায়ে হাত দিয়েছ কেন। সে সরি বলল। সে ভাবছে আমি তার ফ্রেন্ড। ফ্রেন্ড হলেও তো আমাদের মধ্যে একটা লিমিটেশন আছে।’

 তিনি বলেন, সেদিন সে আমাকে সরি বলছে। বেশ নামকরা জার্নালিস্ট। এরপরে আমি তার খবর জানি না। তবে নিশ্চয় সে কিন্তু তার ভুলটা রিয়েলাইজ করেনি। তার মনের মধ্য ক্ষোভ ছিল। সেটা কোনো না কোনোভাবে প্রকাশ করেছে। তাহলে আমি কীভাবে আপনাদের সঙ্গে আন্তরিক হব।

 প্রভা বলেন, ‘কিছুদিন আগে সামাজিক মাধ্যম থেকে আমি জানিয়েছি আপনারা আমার সাথে কথা না বলে নিউজ করবেন না। আমরাও তো চেষ্টা করি ধর্মীয় রীতি পালন করতে। যেমন রোজার সময় আমাদের মন নরম থাকে। সেসময় প্রত্যেকেরই উচিত কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চাওয়া। সেসময় আমি এটা নিয়ে গুছিয়ে একটি স্ট্যাটাস দেই ক্ষমা চেয়ে। এরপরই আমার কানে আসে, নিউজ হয়ে গেছে, অবশেষে সবার কাছে ক্ষমা চাইলেন প্রভা। আমি কেন ক্ষমা চাইতে যাব? ক্ষমা তো এই সোসাইটির আমার কাছে চাওয়া উচিত বলে আমি মনে করি।’

তিনি বলেন, ‘এরপর অনেকে বলেছেন আমি আসলে সাবার মনযোগ চাই। সে কারণেই এরকম স্ট্যাটাস দেই। এটা আমার সাথে প্রতিনিয়ত করা হচ্ছে। আমার সাথে কোনো ভাবেই এত অন্যায় হওয়া সত্ত্বেও কোনো প্রতিবাদ জানাতে পারি না।’

সবশেষে প্রভা সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এমন আয়োজন করার জন্য। সেইসঙ্গে সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]