ইরানে চুল খোলা রাখায় দুই নারী গ্রেপ্তার


আন্তর্জাতিক ডেস্ক : , আপডেট করা হয়েছে : 02-04-2023

ইরানে চুল খোলা রাখায় দুই নারী গ্রেপ্তার

ইরানে জনসমক্ষে চুল ঢেকে না রাখায় দুই নারীর মাথায় এক ব্যক্তি বাটি থেকে দই ঢেলে দিয়েছেন। এরপর ওই দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে দই ঢেলে দেয়া ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।

রোববার বিবিসির প্রতিবেদনে বলা হয়, এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, ওই দুই নারী একটি দোকানে গিয়েছেন। সেখানে এক ব্যক্তি তাদের মাথায় দই ঢেলে দেন। এরপর হামলাকারীকে দোকান থেকে ধাক্কা দিয়ে বের করে দেন দোকানদার।

ইরানের বিচার বিভাগ বলেছে, ইরানে জনসম্মুখে চুল খোলা রাখা অবৈধ। ওই দুই নারীকে তাদের চুল দেখানোর জন্য আটক করা হয়েছে। জনশৃঙ্খলা বিঘ্নিত করার জন্য দই ঢেলে দেয়া ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।

বাধ্যতামূলক হিজাব পরা বন্ধের দাবিতে দেশটিতে কয়েক মাস ধরে চলা বিক্ষোভের পর এই ঘটনা ঘটল।

জনসমক্ষে হিজাব না পরা ইরানে মহিলাদের জন্য অবৈধ, তবে বড় শহরগুলিতে অনেকে নিয়ম থাকা সত্ত্বেও এটি ছাড়াই ঘুরে বেড়ায়। এই আইনের প্রতি ক্ষোভ ও হতাশা ইরানের সমাজে ভিন্নমতের জন্ম দিয়েছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]