চট্টগ্রামে র‌্যাবের জালে প্রতারক জাফর আহাম্মদ


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 01-04-2023

চট্টগ্রামে র‌্যাবের জালে প্রতারক জাফর আহাম্মদ

প্রতারণা করে অর্থ আত্মসাৎসহ ৭ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ জাফর আহাম্মদ (৬১) দীর্ঘ ১৯ বছর পলাতক থাকার পর চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকা হতে  আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। 

শুক্রবার (৩১ মার্চ)  রাত পৌনে ৯টায় চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মোঃ জাফর আহাম্মদ  খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার সাং-৩১নং বোয়ালখালী মৌজার হাজী মফজ্জল আহাম্মদের ছেলে।

শনিবার রাতে র‌্যাব-৭ চট্টগ্রামের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ  তথ্য নিশ্চিত করা হয়।

 জিজ্ঞাসাবাদে সে নিজেকে বর্ণিত মামলা সমূহের ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী বলে স্বীকার করে।

উল্লেখ্য, গ্রেফতার আসামী খাগড়াছড়ি জেলার দীঘিনালা এলাকায় প্রতারণা করে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অপকর্ম করে আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে দীর্ঘ ১৯ বছর যাবৎ চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় বিভিন্ন পরিচয়ে আত্মগোপন করে ছিল। সর্বশেষ সে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাও আত্মগোপন করে ছিল।

উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনা করে ধৃত আসামীর বিরুদ্ধে খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানায় প্রতারণা করে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অপকর্মের ৭টি মামলা পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]