পত্নীতলায় অর্থ আত্মসাতকারী প্রতারক চক্রের একজন আটক


শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : , আপডেট করা হয়েছে : 01-04-2023

পত্নীতলায় অর্থ আত্মসাতকারী প্রতারক চক্রের একজন আটক

পত্নীতলায় ভুয়া কাগজপত্রের মাধ্যমে নওগাঁ পল্লী বিদ্যুত সমিতি-২ এর অধিগ্রহণকৃত জমির টাকা প্রতারণা করে উঠিয়ে নেওয়ার অভিযোগে জেলা প্রশাসকের সার্টিফিকেট মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামীকে দীর্ঘদিন পলাতক থাকা অবস্থায় শনিবার উপজেলার মধইল বাজার এলাকা থেকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ।

জানাগেছে নওগাঁ পল্লী বিদ্যুত সমিতি-২ এর সাব স্টেশন নির্মাণে মধইল বাজার এলাকায় ২০১৭ সালে ভূমি অধিগ্রহণ কালে অত্র অঞ্চলের আব্দুর রহমান চৌধুরী, আনিসুর রহমান চৌধুরী ও তার স্ত্রী উজিরান বিবি এর মালিকানাধীন ভূমি অধিগ্রহণ করতে চাইলে ভুয়া দলিলের মাধ্যমে প্রকৃত মালিক কে আড়াল করে আল মামুন ও ফজলু সরকার পল্লী বিদ্যুতের সাথে যোগাযোগ করে অত্র অধিগ্রহণকৃত সম্পত্তির মূল্য এক কোটি ৪ লক্ষ হাজার ৯৮ হাজার ২৩ পয়সা উঠিয়ে নেয়।

এ সময় মূল খতিয়ান ভুক্ত মালিকের পক্ষে জমির ক্রেতা মালিকরা নুরুল ইসলাম মন্টু, মোছাঃ তাহমিনা, জাহিদুল ইসলাম ও নুর আলম সরকার জানতে পেরে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করলে জেলা প্রশাসক বিষয়টি আমলে নিয়ে প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলে জেলা প্রশাসক কার্যালয় হতে সার্টিফিকেট মামলা রুজু করা হয় এবং প্রতারক চক্রের বিরুদ্ধে ওয়ারেন্ট সহ তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক করার নির্দেশ দেয়া হয়। সে সময় তারা গা ঢাকা দিলে, দীর্ঘদিন পলাতক থাকা অবস্থায় পত্নীতলা থানা পুলিশ শনিবার উপজেলার মধইল বাজার এলাকা থেকে মামলার ১ নং আসামী মধইল এলকার মৃত আব্বাস আলীর ছেলে আল মামুন (গোলাপ)কে আটক করে এবং মামলার অপর আসামী একই এলাকার মৃত হাফিজ উদ্দীন সরকারের ছেলে ফজলু সরকার পলাতক রয়েছে বলে জানাগেছে।

এ ব্যাপারে পত্নীতলা থানার ওসি-২ (তদন্ত) অর্পন কুমার দাসের সাথে যোগাযোগ করা হলে ওয়ারেন্টভুক্ত আসামী আল মামুনকে আটকের কথা নিশ্চিত করে, যথাযথ প্রক্রিয়া শেষে তাকে  নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান।



Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]