লালপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


লালপুর (নাটোর) প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 30-03-2023

লালপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

২০২২- ২০২৩ অর্থ বছরে খরিফ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নাটরের লালপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট ও উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উপজেলা অডিটোরিয়ামে প্রায় সাড়ে পাঁচ হাজার কৃষকের মাঝে আনুষ্ঠানিক ভাবে এ বীজ ও সার বিতরণ করেন নাটোর-১ (লালপুর-বগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

উপজেলা নির্বাহী অফিসার শামিমা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প অফিসার মাহাফুজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা সুলতানা, দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান লাভলু প্রমূখ।

উল্লেখ্য একই সময় ৫৫ টি টিআর প্রকল্পের চেক ও আটটি সেলাই মেশিন বিতরণ করা হয়।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]