এমআরএ সনদ ছাড়া ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করলে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে: জেলা প্রশাসক


স্টাফ রিপোর্টার , আপডেট করা হয়েছে : 27-03-2023

এমআরএ সনদ ছাড়া ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করলে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে: জেলা প্রশাসক

রাজশাহীতে জেলা ক্ষুদ্র ঋণ বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টায় রাজশাহী প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি(এমআরএ) এর নিবন্ধন বিহীন সুদি কারবারি ও এনজিও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহন শীর্ষক আলোচনা করা হয়। আলোচনা সভায় রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল গত সভার সিদ্ধান্ত বাস্তবায়ন পর্যালোচনা করেন।

 সভাপতির বক্তব্যে তিনি বলেন “দীর্ঘদিন রাজশাহীতে থেকেছি। পেশাগত দায়ীত্ব পালনের ক্ষেত্রে আপনাদরে কটু কথা বলে থাকলে মনে রাখবেন না। আপনাদের সাথে কাজ করে অনেক ভালো লেগেছে। আপনারা এনজিও প্রতিষ্ঠানগুলো সরকারের একটি অংশ। সরকারের একার পক্ষে প্রান্তিক পর্যায়ে কাজ করা সম্ভব না হলেও আজ আপনাদের মাধ্যমে তা বাস্তবায়িত হচ্ছে। আশা করি আগামীতেও মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি(এমআরএ) এর নিয়ম মেনে আপনারা ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করবেন। সেই সাথে যুগোপযেগী প্রকল্প হাতে নিয়ে সরকারের ভিশন-২০৪১ বাস্তবায়নে ভূমিকা রাখবেন।”

উন্মুক্ত আলোচনায় বিদায়ী জেলা প্রশাসকের উদ্যেশ্যে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো: মোহসিন আলী বলেন, আপনি রাজশাহীকে মনে রাখবেন। সেই সাথে রাজশাহীর মানুষও আপনাকে মনে রাখবে। আপনার ব্যবহার দ্বারা আপনি সে আস্থা তৈরী করতে সক্ষম হয়েছেন। শতফুল বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মো: নাজিম উদ্দীন মোল্লা সভায় আগত বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের প্রশ্নের উত্তর প্রদান করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাক (উন্নয়ন ও মানব সম্পদ) মো: আনিসুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা: জেসমিন আক্তার, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার সমন্বয়কারী প্রশাসন মো: মাহবুব হোসেন, শতফুল বাংলাদেশে এর সহকারী পরিচালক মো: হুমায়ূন কবীর, ব্র্যাক রাজশাহীর জেলা সমন্বয়কারী মো: মহসিন আলীসহ রাজশাহী জেলায় কর্মরত: প্রায় ৬৪টি এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]