হোয়াইট হাউসে আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় সেরা বিতার্কিক বাংলাদেশি শিক্ষার্থী রাকিব


ইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক: , আপডেট করা হয়েছে : 25-03-2023

হোয়াইট হাউসে আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় সেরা বিতার্কিক বাংলাদেশি শিক্ষার্থী রাকিব
হোয়াইট হাউসে অনুষ্ঠিত মার্কিন সরকারের সংসদীয় বিতর্কের সকল রেকর্ড ভেঙ্গে টানা ১৪৪টি বিতর্কে জিতে সেরা বিতার্কিক হয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী শাহ মুহাম্মদ রাকিব হাসান। তিনি মেধায় রীতিমত অবাক করেছেন মার্কিনীসহ প্রতিযোগীতায় অংশগ্রহনকারীরা। 'বিশ্বের ভবিষ্যত নেতাদের খোঁজা' শীর্ষক আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা ২০২৩ গত ২৭ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত হোয়াইট হাউস আয়োজিত অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হয়। চলতি বছরে অনুষ্ঠিত এ বিতর্ক প্রতিযোগিতায় সারা বিশ্বের ৫৩৪ জন বিতার্কিককে জড়ো করেন হোয়াইট হাউস। তারা খুব উদ্যমী হয়েই ইভেন্টে অংশগ্রহণ করেন। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস। 
হোয়াইট হাউস সাধারণত প্রতি বছর একটি ব্রিটিশ পার্লামেন্টারি বা এশিয়ান পার্লামেন্টারি বিতর্কের আয়োজন করে থাকেন। বিশ্বের ভবিষ্যত নেতাদের আপডেট এবং খোঁজার জন্য আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা প্রতি নির্বাচনী বছরে মার্কিন সরকার সংসদীয় বিতর্কের আয়োজন করেন। শুক্রবার (১৭ মার্চ, ২০২৩) তারিখে হোয়াইট হাউসে প্রকাশিত হয়। এতে চ্যাম্পিয়ন হয়েছে রাশিয়ান ফেডারেশন, ১ম রানার আপ হয়েছে কিংডম অফ নেদারল্যান্ডস, ২য় রানার আপ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ফাইনালের সেরা বক্তা হল্যান্ড লোপ মিশিগান (রাশিয়ান ফেডারেশন) টুর্নামেন্টের সেরা বিতার্কিক শাহ মুহাম্মদ রাকিব হাসান (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ), আগামী মঙ্গলবার (২৮শে মার্চ) হোয়াইট হাউস সাউথ কোর্ট অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিরতণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং বিশেষ অতিথি থাকবেন জেফ জায়েন্টস।
উল্লেখ্য লুই অ্যান্ডারসন সর্বশেষ রেকর্ড করেছিল। তিনি টানা ১৩৯ বিতর্কে জয়লাভ করেছিলেন। কিন্তু এবারে বাংলাদেশি শিক্ষার্থী শাহ মুহাম্মদ রাকিব হাসান টানা ১৪৪টি  বিতর্কে জিতে অতীতের সমস্ত রেকর্ড ভেঙেছেন এবং হোয়াইট হাউস রেকর্ড বুকে তার নাম অন্তর্ভুক্ত করেছেন।
১৭ বছর বয়সী শাহ মোহাম্মদ রাকিব হাসান রংপুর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। রংপুর শহরের লালকুঠিতে পরিবারের সঙ্গে বসবাস করছেন রাকিব।   তার দেশের বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রামরায়পুর গ্রামে। তার বাবা শাহ মো; আবু সায়েম পেশায় একজন ব্যবসায়ী এবং মা মোছা: রোকেয়া বেগম একজন গৃহিণী। রাকিব জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধী। ছেলের সাফল্যে গর্বিত মা-বাবা। রাকিবের জন্য দেশ বিদেশের সবার কাছে দোয়া কামনা করেছেন তার  মা-বাবা।      

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]