কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ লাখ ৩৩ হাজার পিস ইয়াবাসহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে কোস্ট গার্ড।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) টেকনাফের নাইট্যং পাড়ার ট্রাক টার্মিনাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান থেকে এসব ইয়াবা জব্দ ও পাচারকারীকে গ্রেফতার করা হয়।
কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া অফিসার লে. কমান্ডার বিএন খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
আটক মো. আজমির আলী (৩১) যশোরের বেনাপোল ছোট আঁচড়া এলাকার মো. সোহারাবের ছেলে।
বিসিজি মিডিয়া অফিসার জানান, গোপন সংবাদে খবর আসে ইয়াবার একটি বড় চালানের টেকনাফ অতিক্রম করার উদ্যোগ চলছে। এ সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে বিসিজি টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার সৈয়দ তৈমুর পাশার নেতৃত্বে টেকনাফ নাইট্যং পাড়ার ট্রাক টার্মিনাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে একটি কাভার্ড ভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা থামার সংকেত দেয়। পরবর্তীতে কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালিয়ে ১ লাখ ৩৩ হাজার পিস ইয়াবাসহ আজমিরকে গ্রেফতার করা হয়।
জব্দকৃত ইয়াবা, কাভার্ডভ্যান এবং আটক পাচারকারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
রাজশাহীর সময় /এএইচ