রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের


ক্রীড়া ডেস্ক , আপডেট করা হয়েছে : 23-03-2023

রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের

সিরিজের প্রথম ম্যাচে রেকর্ড ১৮৩ রানে জয়ের কীর্তি গড়েছিল টাইগাররা। দ্বিতীয় ম্যাচে দলীয় রেকর্ড রান (৩৪৯) রান করলেও বৃষ্টিতে ম্যাচ পরিত্যাক্ত হয়। তৃতীয় ম্যাচে আইরিশদের উড়িয়ে প্রথমবার ১০ উইকেটের জয় পেল বাংলাদেশ দল।

ওয়ানডেতে এর আগে উইকেটের হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় জয়টি ছিল ৯ উইকেটের। পাঁচবার প্রতিপক্ষকে ৯ উইকেটে হারিয়েছে টাইগাররা। দুই জয়ে তিন ম্যাচের সিরিজের ২-০তে জিতলো তামিমের দল।

১০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩.১ ওভারেই জয় নিশ্চিত করে টাইগাররা। দুই ওপেনার তামিম ও লিটন অবিচ্ছিন্ন থাকেন। লিটন ৩৮ বলে ১০ চারে অপরাজিত ৫০ রান করেন। তামিম ৪১ বলে ৫ চার ও ২ ছক্কায় অপরাজিত ৪১ রান করেন।

এর আগে টস হেরে বল করতে নেমে সিলেটে স্বপ্নের দিন কাটিয়েছেন বাংলাদেশ পেসাররা। প্রথমবারের মতো কোনো ওয়ানডেতে প্রতিপক্ষের সবকটি উইকেট গেছে বাংলাদেশের পেসারদের ভাগে। এর আগে ইনিংসে পেসারদের নেওয়া সর্বোচ্চ উইকেট ছিল ৮টি। টাইগার পেসারদের তোপে ২৮.১ ওভারে ১০১ রানে গুটিয়ে যায় আইরিশরা।

সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেছেন কার্টুস ক্যাম্পার। ৪৮ বলে ৪ চারে সাজান নিজের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ বলে ২৮ রান করেছেন লরকান টাকার। দলটির আর কেউ দুই অঙ্কের স্কোরও গড়তে পারেননি।

ক্যারিয়ারে প্রথমবারের মত পাঁচ উইকেট শিকার করেন হাসান মাহমুদ। ওয়ানডেতে ৫ উইকেট নেওয়া বাংলাদেশের নবম পেসার তিনি। সবশেষ গত বছরের ২৩ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেট পেয়েছিলেন তাসকিন আহমেদ। শেষ ম্যাচে তাসকিন আহমেদ নিয়েছেন ৩টি, এবাদত হোসেন ২টি। বোলিং করেননি সাকিব, দুই স্পিনার নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজ মিলে করেছেন ৪ ওভার।

বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।

আয়ারল্যান্ড একাদশ: স্টিফেন দোহানি, পল র্স্টালিং, আন্দ্রে বালবির্নি, হ্যারি টেক্টর, লরকান টাকার, কার্টুস ক্যাম্পার, জর্জ ডকরেল, অ্যান্ডি ম্যাকব্রিনি, মার্ক এডায়ার, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রাইস।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]