শিরোপা জয়ের দিন কায়েসের রেকর্ড


ক্রীড়া ডেস্ক , আপডেট করা হয়েছে : 19-02-2022

শিরোপা জয়ের দিন কায়েসের রেকর্ড

বরিশালকে ১ রানে হারিয়ে তৃতীয়বারের মতো বিপিএলে শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর অধিনায়ক হিসেবে দ্বিতীয় শিরোপা জিতল ইমরুল কায়েস। এদিকে শিরোপার সঙ্গে ব্যক্তিগত এক রেকর্ডেও নাম লেখান তিনি।

২০১৯ সালের আসরেও তার অধীনে চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা। মাশরাফী বিন মর্তুজার পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে শিরোপা জেতারও রেকর্ড গড়েছেন ইমরুল। তবে এর বাইরে ফিল্ডিংয়েরও রেকর্ড গড়েছেন ইমরুল কায়েস। 

বিপিএল ইতিহাসে এক আসরে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড নিজের দখলে নিয়েছেন কুমিল্লার অধিনায়ক। এবারের আসরে ১১ ম্যাচে ১৭টি ক্যাচ ধরেছেন ইমরুল। নন-উইকেটরক্ষক ফিল্ডারদের মধ্যে এটিই এক আসরে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড।

২০১৭ সালের আসরে খুলনা টাইটান্সের জার্সিতে ১২ ম্যাচে ১৩টি ক্যাচ ধরেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার চেয়ে এক ম্যাচ কম খেলেই ১৭ ক্যাচ নিয়ে রেকর্ডটি নিজের দখলে নিয়েছেন বাঁহাতি এই ব্যাটার।

এক নজরে বিপিএলের এক আসরে সর্বোচ্চ ক্যাচ

১. ইমরুল কায়েস (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) - ১১ ম্যাচে ১৭ ক্যাচ (২০২২)

২. মাহমুদউল্লাহ রিয়াদ (খুলনা টাইটান্স) - ১২ ম্যাচে ১৩ ক্যাচ (২০১৭)

৩. ড্যারেন স্টিভেন্স (ঢাকা গ্ল্যাডিয়েটরস) - ১২ ম্যাচে ১১ ক্যাচ (২০১৩)

৪. রাইলি রুশো (খুলনা টাইগার্স) - ১৪ ম্যাচে ১১ ক্যাচ (২০২০)

৫. ব্র্যাড হক (বরিশাল বার্নার্স) - ১১ ম্যাচে ১০ ক্যাচ (২০১৩) 

রাজশাহীর সময় /এএইচ


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]