ভূমিহীন-গৃহহীনমুক্ত হচ্ছে লালপুর


নাহিদ হোসেন লালপুর (নাটোর) প্রতিনিধিঃ , আপডেট করা হয়েছে : 20-03-2023

ভূমিহীন-গৃহহীনমুক্ত হচ্ছে লালপুর

মুজিবশতবর্ষ উপলক্ষে আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে ১৫৫ জন গৃহহীনকে জমি ও গৃহ প্রদানের মাধ্যমে ভূমিহীন-গৃহহীনমুক্ত হচ্ছে নাটোরের লালপুর উপজেলা। এপর্যন্ত  মোট ৬২৯ জন ভূমিহীনকে ২শতাংশ করে জমি ও ২ রুম বিশিষ্ট আধাপাকা ঘর নির্মান করে দেওয়া হয়েছে।

সোমবার (২০ মার্চ) এক প্রেসব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের এই তথ্য জানান উপজেলা নির্বাহী আফিসার শামিমা সুলতানা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, সহকারী কমিশনার (ভূমি) দেবাশিষ বসাক, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, উপজেলা প্রকৌশলী মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকতা মাহফুজুর রহমান প্রমুখ।

উল্লেখ্য আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী অনুষ্ঠানিকভাবে গৃহপ্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]