মুশফিকের সামনে মাইলফলকের হাতছানি


ক্রীড়া ডেস্ক: , আপডেট করা হয়েছে : 18-03-2023

মুশফিকের সামনে মাইলফলকের হাতছানি

আয়ারল্যান্ডের বিপক্ষে আজ শনিবার (১৮ মার্চ) প্রথম ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। এই ম্যাচের আগে মাইলফলকের সামনে দাঁড়িয়ে রয়েছেন টাইগার উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। ওয়ানডেতে ৭ হাজারি ক্লাবে প্রবেশ করতে তার দরকার আর ৯৯ রান।

২০০৬ সালে প্রথম ওয়ানডে খেলা মুশফিকের রান এখন ৬ হাজার ৯০১। অর্থাৎ আর ৯৯ রান করলে ৭ হাজার রান পূর্ণ হবে তার। ফর্ম ধরে খেললে আইরিশদের বিপক্ষে প্রথম ওয়ানডেতেই এই কীর্তি অর্জন করতে পারেন তিনি। ৬ হাজার ৯০১ রান করতে তার লেগেছে ২৪২ ম্যাচ।

বাংলাদেশিদের মধ্যে ওয়ানডেতে মুশফিকের চেয়ে বেশি রান আছে মাত্র দুজনের। তারা হলেন- তামিম ইকবাল ও সাকিব আল হাসান। প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজারি ক্লাবে ঢুকেছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ২৩৪ ম্যাচে তার রানসংখ্যা ৮ হাজার ১৪৩। সাকিব আল হাসানের ওয়ানডে রান ৬ হাজার ৯৭৬। এই রান করতে তার লেগেছে ২২৭ ম্যাচ।

ওয়ানডে রানের হিসাবে মুশফিকের ঠিক সামনেই রয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার মাইকেল বেভান। মুশফিকের চেয়ে মাত্র ১১ রান বেশি তার (৬৯১২)। অর্থাৎ ১২ রান করলেই বেভানকে ছাড়িয়ে যাবেন মিস্টার ডিপেন্ডেবল হিসেবে খ্যাতি পাওয়া মুশফিক।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]