নওগাঁর সাপাহারে যখাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পাদক ও গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
এ সময় বিশেষ অতিথী হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহ্জাহান হোসেন মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলার সহকারী কমিশনার ভূমি শারমিন জাহান লূনা, উপজেলা স্বাস্হ্য ও প,প কর্মকর্তা ডা: রুহুল আমিন, উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ শাপলা খাতুন, থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগন উপস্হিত ছিলেন।