কলম্বিয়ায় কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১১


আন্তর্জাতিক ডেস্ক: , আপডেট করা হয়েছে : 16-03-2023

কলম্বিয়ায় কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১১

সেন্ট্রাল কলম্বিয়ার একটি কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতের এ ঘটনায় ১১ জন মারা গেছেন। এ ছাড়া আরও ১০ জন আটকা পড়েছেন।

কুন্দিনামার্কা বিভাগের গভর্নর বুধবার এ তথ্য জানিয়েছেন।

গভর্নর নিকোলাস গার্সিয়া ব্লু রেডিওকে বলেছেন, খনিতে কর্মরত শ্রমিকের যন্ত্রের স্ফুলিঙ্গের কারণে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ হয়েছে। মঙ্গলবার গভীর রাতে সুতাতাউসার পৌরসভায় দুর্ঘটনাটি ঘটে।

গার্সিয়া জানিয়েছেন, খনিতে অনুসন্ধানে শতাধিক উদ্ধারকর্মী কাজ করছেন। খনি শ্রমিকরা মাটির দুই হাজার ৯৫০ ফুট নিচে আটকা পড়ায় উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছতে সমস্যার মুখোমুখি হচ্ছেন। প্রতিটি মিনিট পার হওয়ার অর্থ অক্সিজেন কমে যাচ্ছে।

তেল এবং কয়লা কলম্বিয়ার প্রধান রপ্তানি পণ্য। সেখানে প্রায়ই খনিতে দুর্ঘটনা ঘটে। আগস্টে কেন্দ্রীয় কুন্দিনামার্কা বিভাগের একটি ধসে পড়া অবৈধ কয়লাখনি থেকে ৯ খনি শ্রমিককে উদ্ধার করা হয়। ল্যাতিন আমেরিকার চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটিতে ২০২১ সালে খনি দুর্ঘটনায় ১৪৮ জন মারা গিয়েছিল।


সূত্র: এনডিটিভি


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]