সিংড়ার সেই জমজ তিন শিশুর পাশে দাড়ালেন ইউএনও ও প্রতিমন্ত্রী পলক


সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধি: , আপডেট করা হয়েছে : 15-03-2023

সিংড়ার সেই জমজ তিন শিশুর পাশে দাড়ালেন ইউএনও ও প্রতিমন্ত্রী পলক

নাটোরের সিংড়া পৌর পাড়ার বাসিন্দা “দরিদ্র মা সুমি আক্তার তিনজমজ শিশুর খাবার জোগাতে পারছেন না”  শিরোনামে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর সেই অসহায় পরিবারের পাশে সহযোগিতার জন্য  এগিয়ে এলেন উপজেলা প্রশাসন সহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। 

বুধবার দুপুর ১২ টায় পৌর পাড়ার ভাড়া বাসায় থাকা তিনজমজ শিশুর মা সুমি আক্তারের হাতে নগদ ৫ হাজার টাকার একটি চেক তুলে দেন প্রতিমন্ত্রী পলক এমপির  একান্ত সচীব মোঃ রাকিবুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ওর্য়াডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর জয়তুন বেগম, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা, সিংড়া মডেল প্রেসক্লাবের সহসভাপতি আরিফুল ইসলাম, সাংবাদিক শুভ সরকার ও ফজলে রাব্বি।

 এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  অসহায় ওই পরিবারের বাড়িতে ২ বস্তা চাউল ও শুকনো খাবার পৌছে  দেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুন। 

প্রতিমন্ত্রী পলকের একান্ত সচীব মোঃ রাকিবুল ইসলাম বলেন, পত্রিকার মাধ্যমে জানা মাত্রই মন্ত্রী মহোদয় আমাকে পাঠিয়েছেন। নিজ বাড়িতে এসে খোঁজ খবর নিলাম। মা সুমি আক্তারকে আমার মোবাইল নম্বর দিয়েছি। যখন যা লাগবে দরিদ্র এই পরিবারের পাশে আমরা থাকবো ইনশা আল্লাহ। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]