পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর ওপর বোমা হামলায় ৯ পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। সোমবার বোলানে এই হতাহতের ঘটনা ঘটেছে। খবর ডনের।
পুলিশের বরাত দিয়ে ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বোলানে কামব্রি ব্রিজের কাছে এই বিস্ফোরণ ঘটে। আহতদের নিকটস্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাছির সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) মাহমুদ বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে একে আত্মঘাতী হামলা মনে হচ্ছে। তবে তদন্তের পরেই হামলার ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও বলেন, এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং তল্লাশি অভিযান চলছে।
দেশটির পুলিশের এই কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয় দল পৌঁছেছে এবং বিস্ফোরণের পর এলাকায় অভিযান চলছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের সিএমএইচ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ইতোমধ্যে এই হামলার নিন্দা জানিয়েছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী আব্দুল কুদ্দুস। তিনি হতাহতের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন।
তবে এই হামলার দায় এখন পর্যন্ত স্বীকার করেনি কোনো সন্ত্রাসী গোষ্ঠী।