মসজিদে ঢুকেই দুই রাকাত নামাজ পড়ার ফজিলত


ধর্ম ডেস্ক , আপডেট করা হয়েছে : 04-03-2023

মসজিদে ঢুকেই দুই রাকাত নামাজ পড়ার ফজিলত

অনেকেই মসজিদে ঢুকে জামাতে নামাজের জন্য অপেক্ষা করেন। কেউ কেউ ৪/৫ মিনিট সময় পেয়ে থাকেন। এটুকু সময় দুই রাকাত নামাজ পড়ার জন্য যথেষ্ট। কিন্তু অনেকেই মসজিদে ঢুকেই এ নামাজ পড়েন না। অথচ নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে ‍প্রবেশ করার পর দুই রাকাত নামাজ পড়ার ব্যাপারে জোর তাগিদ দিয়েছেন। হাদিসের একাধিক বর্ণনায় তা এভাবে ওঠে এসেছে-

১. হজরত আবু কাতাদা সালামি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে সে যেন বসার আগে দু’রাকাত নামাজ আদায় করে নেয়।’ (বুখারি ৪৩১)

২. হজরত জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, (কোনো এক) জুমার দিন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লোকদের সামনে খুতবা দিচ্ছিলেন। এমনি সময় এক ব্যক্তি আগমণ করল। তিনি তাঁকে জিজ্ঞাসা করলেন, হে অমুক! তুমি কি নামাজ আদায় করেছ? সে বলল, না, তিনি বললেন, উঠো, নামাজ আদায় করে নাও। (বুখারি ৮৮৩)

৩. হজরত আবু কাতাদা ইবনু রিব’আ আনসারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ‘তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে দু’রাকাত নামাজ (তাহিয়্যাতুল-মাসজিদ) আদায় করার আগে বসবে না।’ (বুখারি ১০৯৪)

৪. হজরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে, তখন বসার আগে দু’রাকাত নামাজ আদায় করবে। (মুসলিম ১৫২৭)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সুন্নতে নববির ওপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]