সহিংসতা কমাতে একমত ইসরাইল-ফিলিস্তিন


আন্তর্জাতিক ডেস্ক: , আপডেট করা হয়েছে : 27-02-2023

সহিংসতা কমাতে একমত ইসরাইল-ফিলিস্তিন

চলমান সংঘাত-সহিংসতা কমাতে দ্রুত ব্যবস্থা গ্রহণে একমত হয়েছে ইসরাইল ও ফিলিস্তিন কর্তৃপক্ষ। রোববার জর্ডানের আকাবা বন্দর এলাকায় অনুষ্ঠিত এক বৈঠকের পর যৌথ বিবৃতিতে এ তথ্য জানায় দুই দেশ।

পশ্চিম তীরে সহিংসতা থামাতে দু-দেশের কর্মকর্তাদের বৈঠক চলাকালে ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে দুই ইসরায়েলি নিহত হয়।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মিসরীয় ও মার্কিন কর্মকর্তাদের উপস্থিতিতে নেতানিয়াহু প্রশাসন জানিয়েছে, আগামী ৬ মাস বন্ধ থাকবে নতুনভাবে দখলদারিত্ব প্রতিষ্ঠার কার্যক্রম। তাছাড়া সামনের চার মাস পরিকল্পনায় রাখা হবে না কোনো বসতি নির্মাণ প্রকল্প।

হামাস মুখপাত্র হাজেম কাসেম বলেন, ইহুদি দখলদারদের সাথে ফিলিস্তিনি কর্তৃপক্ষের এই বৈঠক ঘৃণাভরে প্রত্যাখান করছি। এ উদ্যোগ পশ্চিম তীর আর গাজা উপত্যকায় স্বাধীনতাকামীদের বিপ্লবকে ছোট করলো। বৈঠকের মাধ্যমে আরেকটি বিষয় স্পষ্ট হলো, গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে গোপন আঁতাত রয়েছে। সেখানে ফিলিস্তিনি কর্তৃপক্ষের শীর্ষ প্রতিনিধিরাই ছিলেন। যা জাতীয় ঐক্যের বিরোধী।

আগামী মাসে মিসরের ‘শাম আল শেখে’ বৈঠকে বসতে রাজি হয়েছে বিবাদমান উভয়পক্ষ। পবিত্র রমজান মাসে রক্তপাত এড়াতেই এ উদ্যোগ।

গেলো সপ্তাহে নাবলুসে চালানো ইসরায়েলি অভিযানে ১১ ফিলিস্তিনির মৃত্যুর পর ছড়ায় উত্তেজনা। ঐ গোলাগুলিতে আহত হন শতাধিক।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]