রাজশাহীতে রেডা‘র সপ্তাহব্যাপী ৫ম আবাসন মেলা শুরু


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: , আপডেট করা হয়েছে : 25-02-2023

রাজশাহীতে রেডা‘র সপ্তাহব্যাপী ৫ম আবাসন মেলা শুরু

রাজশাহীতে ৫ম আবাসন মেলা-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকেল ৪টায় নগর ভবনের গ্রিন প্লাজায় রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এ্যাসোসিয়েশন, রাজশাহী (রেডা) আয়োজনে সপ্তাহব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি রাসিক মেয়র সহ অন্যান্য অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর রাসিক মেয়র সহ অন্যান্য অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন রেডা‘র সভাপতি তৌফিক রহমান লাভলু ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, কয়েক বছর আগেও রাজশাহীতে বহুতল ভবন তেমন একটা ছিল না। ১৯৮০ সালে জীবন বীমা ভবন রাজশাহীতে প্রথম বহুতল ভবন। যা দেখতে বহু মানুষ আসতেন। এখন নগরীর সর্বত্র গড়ে উঠেছে বহুতল ভবন। নগরীর উন্নয়নের একটি সূচক বহুতল ভবন।

মেয়র আরো বলেন, পরিকল্পিতভাবে এ নগরীকে গড়ে তুলতে রেডা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রেডা‘র এই কার্যক্রমে আমাদের শতভাগ সমর্থন রয়েছে। ঢাকার মতো রাজশাহী যেন ইট কংক্রিটের নগরীতে পরিণত না হয়-সেটি আমাদের সবাইকে খেয়াল রাখতেহবে। প্রতিটি ভবন বিল্ডিং কোড মেনে নির্মাণ করতে  হবে। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।

রেডা‘র সভাপতি তৌফিক রহমান লাভলুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মোঃ জিয়াউল হক, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু ও বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেডা‘র সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী।

উল্লেখ্য, এবারের মেলায় ২৭টি কোম্পানির ৬০টি স্টল রয়েছে। মেলায় আবাসন ব্যবসায়ীর পাশাপাশি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক, টাইলস, লিফট বিক্রির প্রতিষ্ঠানগুলোর জন্য কয়েকটি স্টল বরাদ্দ ছাড়াও উদ্যোক্তা গ্রুপের জন্য ১৬টি পিঠার স্টল বরাদ্দ দেয়া হয়েছে। প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এ মেলা সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলবে আগামী ৩ মার্চ পর্যন্ত।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]