সিরাজগঞ্জে বালুবাহী ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার আরোহী ভাই-বোন নিহত হয়েছেন। এ সময় সিএনজি চালকসহ আরও চারজন আহত হয়েছেন ।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের কুড়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: কাজিপুর উপজেলার সিংড়াবাড়ী গ্রামের সিদ্দিক হোসেনের মেয়ে লিপি খাতুন (৩০) ও তার ভাই মুকুল (২৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের কুড়ালিয়া এলাকায় চান্দাইকোনা থেকে কাজিপুরগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক চাপা দেয়। এতে সিএনজিটি রাস্তার পাশে উল্টে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী লিপি খাতুন ও তার ছোট ভাই মুকুল হোসেন মারা যান। আহত হন সিএনজি চালকসহ চারজন। আহতদের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, মরদেহ দুটি উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি অটোরিকশাটি আটক করা থানা হেফাজতে নেয়া হয়েছে। তবে ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।