পিলখানা ট্র্যাজেডি: ১৪ বছরেও নিষ্পত্তি হয়নি মামলা


অনলাইন ডেস্ক: , আপডেট করা হয়েছে : 25-02-2023

পিলখানা ট্র্যাজেডি: ১৪ বছরেও নিষ্পত্তি হয়নি মামলা

দেশের ইতিহাসে ১৪ বছর আগে সংঘটিত হয়েছিল অন্যতম বর্বরোচিত হত্যাকাণ্ড। ঢাকার পিলখানায় বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দফতরে নৃশংস হত্যাকাণ্ড ও দেশের ইতিহাসের জঘন্যতম দিনের ১৪ বছর পূর্ণ হয়েছে শনিবার (২৫ ফেব্রুয়ারি)। ২০০৯ সালের এই দিনে গোলাগুলির শব্দ আর তার কিছুসময় পরে থেকে একের পর এক লাশে স্তব্ধ হয়ে গিয়েছিল সারা দেশ। জাতি হারিয়েছিল কৃতী ও চৌকস ৫৭ সেনা সদস্যসহ মোট ৭৪ জন।

পিলখানা ট্র্যাজেডির এই দিনটিতে নিহতদের স্মরণে নানা কর্মসূচি পালন করবে বিজিবি ও দেশবাসী। 

২৫ ফেব্রুয়ারি ২০০৯। সকাল সাড়ে ৯টা। প্রচণ্ড গুলির শব্দে কেঁপে ওঠে পিলখানার তৎকালীন বিডিআর বর্তমান বিজিবি সদর দফতরের দরবার হলসহ আশপাশের এলাকা। পিলখানা ছাপিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে ঢাকাসহ সারা দেশে। বিদ্রোহের নামে প্রথমেই তৎকালীন বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদকে হত্যা করা হয়। এরপর বিভীষিকাময় দুদিনে ৫৭ জন সেনা কর্মকর্তা, নারী-শিশুসহ ৭৪ জনকে নির্মমভাবে হত্যা করা হয়।

এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করে ৮৪৬ জনকে আসামি করে বিচারের মুখোমুখি করা হয়। ২০১৩ সালের ৫ নভেম্বর হত্যা মামলার রায় ঘোষণা করেন বিচারিক আদালত। আর ২০১৭ সালে হাইকোর্ট রায় ঘোষণা করেন। 

বহুল আলোচিত এ ঘটনায় দায়ের করা মামলায় ১৩৯ জনকে ফাঁসি, ১৮৫ জনকে যাবজ্জীবন এবং ২০০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।

এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় মামলা। দীর্ঘ বিচার ও রায় শেষে ২০২০ সালের ৮ জানুয়ারি পিলখানা হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন হাইকোর্ট।

তবে রায়ের বিরুদ্ধে রাষ্ট্র ও আসামিপক্ষের করা আপিল শুনানি শুরু না হওয়ায় হত্যা মামলাটির নিষ্পত্তি হয়নি আজও। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]