রাজশাহীতে ৮৫ হাজার মেট্রিক টন চাল মিলারদের কাছ থেকে নেয়া হচ্ছে


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 20-02-2023

রাজশাহীতে ৮৫ হাজার মেট্রিক টন চাল মিলারদের কাছ থেকে নেয়া হচ্ছে

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপরে বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্, এনডিসি’র সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ তাঁদের নিজ নিজ দপ্তরের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। স্বাস্থ্য বিভাগের পরিচালক জানান, সারা দেশের ন্যায় রাজশাহী বিভাগেও করোনার চতুর্থ ডোজ চলমান রয়েছে। এ সময় তিনি নিপা ভাইরাস থেকে বাঁচতে খেজুরের রস না খাওয়ার পরামর্শ দেন।

খাদ্য সংগ্রহের পরিমাণগত ও গুণগতমান সন্তোষজনক উল্লেখ করে খাদ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এ বছর ১ লক্ষ ৫ হাজার মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে এখন পর্যন্ত মিলারদের সাথে ৮৫ হাজার মেট্রিক টন চাল ক্রয়ের চুক্তি সম্পাদিত হয়েছে। ইতিমধ্যে ৭৫ হাজার মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে।

কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, শীতকালীন ফসল উৎপাদনে এ বছর রাজশাহী বিভাগে তিন লক্ষাধিক কৃষককে বিভিন্ন ধরনের প্রণোদনা প্রদান করা হয়েছে। সরিষার উৎপাদন ৫০% বেশি হওয়ায় ভোজ্য তেলের চাহিদার কিছু অংশ স্থানীয়ভাবে পূরণ সম্ভব হবে বলে সভায় কৃষি বিভাগের পক্ষে আশা প্রকাশ করা হয়।

নির্মাণসামগ্রীর মূল্য বৃদ্ধি পেলেও উন্নয়ন কাজ অব্যাহত আছে মর্মে এলজিইডির পক্ষ থেকে জানানো হয়।

ঢাকার গুলশানে একটি বহুতল ভবনে ঘটা অগ্নিকা-কে স্মরণ করিয়ে দিয়ে নকশা অনুযায়ী যারা বিল্ডিং না করবে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অনুরোধ করা হয়। এ সময় অন্যান্য দপ্তরের প্রধানগণও নিজ নিজ দপ্তরের উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন।

২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে বিভাগীয় কমিশনার কার্যালয়সমূহের মধ্যে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় সারাদেশে প্রথম হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক বিভাগীয় কমিশনারকে সবার পক্ষ থেকে অভিনন্দন জানান।

সভাপতির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নের সাফল্য বিভাগের সকল দপ্তরের। তিনি প্রতিসপ্তাহে অগ্নিনির্বাপণ বিষয়ক একটি করে মহড়া দেয়া এবং একইসাথে সাধারণ মানুষকে বাসা ভাড়া নেওয়ার বিষয়ে ও অগ্নিকা-ের সময় করণীয় সম্পর্কে সচেতন করতে তিনি ফায়ার সার্ভিসকে অনুরোধ জানান।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]