গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল


আন্তর্জাতিক ডেস্ক: , আপডেট করা হয়েছে : 13-02-2023

গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সোমবার ভোরে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এরফলে গাজায় বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে এই হামলায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা হামাসের রকেট তৈরির জন্য ব্যবহৃত কাঁচামাল সম্বলিত একটি ভূগর্ভস্থ কারখানা লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। সেনাবাহিনী আরও বলেছে, শনিবার গাজা থেকে ইসরায়েলে রকেট নিক্ষেপের প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছিল। তবে কথিত রকেট উৎক্ষেপণের বিষয়ে কোনো ফিলিস্তিনিদের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

এদিকে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলি সেনাবাহিনীর একটি অভিযানে একজন নিহত হয়েছে, যা গত বছর ধরে সহিংসতার সর্বশেষ।

নাবলুসে অভিযানের বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি। কয়েক বছরের মধ্যে এই অঞ্চলে সহিংসতার সবচেয়ে মারাত্মক সময়ের মধ্যে এই অভিযান চালানো হয়।

চলতি বছর এ পর্যন্ত অন্তত ৪২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলিরা। একই সমযযে ইসরায়েলি পক্ষের ১০ জন নিহত হয়।

রোববার আরব ও ইসলামিক দেশগুলোর কয়েক ডজন নেতা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা সতর্ক করেছেন, দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি কর্মকাণ্ড আঞ্চলিক অশান্তিকে আরও খারাপ করতে পারে কারণ ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতা বেড়েছে।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ফিলিস্তিনিরা অধিকৃত পশ্চিম তীর এবং অধিকৃত পূর্ব জেরুজালেমে একটি মারাত্মক হামলার সম্মুখীন হচ্ছে এবং বিশ্ব নেতাদের ইসরায়েলের কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি।

আরব লীগের বৈঠকে আব্বাস বলেন, ইসরায়েলের ষড়যন্ত্র এবং অনুশীলন সব রেড লাইন অতিক্রম করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ফিলিস্তিনি জনগণকে রক্ষা করতে হবে এবং ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে পদক্ষেপ নিতে হবে।


সূত্র: রয়টার্স, আলজাজিরা


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]