তুরস্কে ধ্বংসস্তূপে নিচে ১২৮ ঘণ্টা পর উদ্ধার দু’মাসের শিশু


সুমাইয়া তাবাস্সুম: , আপডেট করা হয়েছে : 12-02-2023

তুরস্কে ধ্বংসস্তূপে নিচে ১২৮ ঘণ্টা পর উদ্ধার দু’মাসের শিশু

 শনিবার ১২৮ ঘণ্টা পর ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার করা হয়েছে দু’মাস বয়সি এক শিশুকে। কোনও খাবার ছাড়া সে যে বেঁচে থাকবে, এটা কেউ ভাবতেই পাছে না।  ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে মৃতের সংখ্যা যেমন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তেমনই ধ্বংসস্তূপের ভিতর থেকে মিলছে প্রাণের সন্ধান।

তুরস্কের হাতায় প্রদেশে এ ঘটনা ঘটে । বাড়িঘরের ধ্বংসাবশেষ সরিয়ে দু’মাসের ওই শিশুকে যখন উদ্ধার করা হচ্ছে, তখন চারপাশে ভিড় জমে গিয়েছিল উৎসুক জনতার। এরপর জীবিত অবস্থায় শিশুটিকে বের করে আনতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে সবাই। হাততালি, চিৎকারে তখন সেখানে কান পাতা দায়।

উল্লেখ্য, তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩০ হাজার ছুঁইছুঁই। উদ্ধারকারী দল মনে করছে, ধ্বংসস্তূপের মধ্যে এখনও মানুষ আটকে পড়ে রয়েছেন। তাই যতক্ষণ না সমস্ত ভেঙে পড়া বাড়ি-ঘর, বহুতলের ধ্বংসাবশেষ সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ততক্ষণ উদ্ধারকাজ চলবে।

শুধু চাপা পড়ায় নয়, পর্যাপ্ত খাবারের অভাব এবং প্রবল ঠান্ডাতেও মৃতের সংখ্যা উত্তরোত্তর বাড়ছে বলে ধারণা। এখনও বহু মানুষ গৃহহীন অবস্থায় রাস্তায় রাত কাটাচ্ছেন। সরকারের তরফে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে ঠিকই, তবে তা যথেষ্ট নয়। শনিবার রাতেও বহু মানুষকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু এভাবে ধ্বংসস্তূপের তলায় আর কতদিন মানুষ জীবিত থাকবেন, সেটাও ভাবাচ্ছে উদ্ধারকারী দলগুলিকে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]