আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে পাখি শহরের রাজপথে পড়েই মৃত


রিয়াজ উদ্দিন : , আপডেট করা হয়েছে : 15-02-2022

আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে পাখি শহরের রাজপথে পড়েই মৃত

ঝাঁকে ঝাঁকে পাখি আকাশ থেকে মৃত অবস্থায় পড়ছে শহরের রাজপথে ৷ ভিডিওতে এই ছবি দেখে শিউরে উঠছেন নেটিজেনরা৷ সম্প্রতি ট্যুইটারে ভিডিওটি শেয়ার করেছে সংবাদ সংস্থা রয়টার্স৷ সেখানে দেখা যাচ্ছে মেক্সিকোর চিহুয়াহুয়া প্রদেশের কুয়াহুটেমক শহরের রাস্তায় শয়ে শয়ে হলুদ মাথার কালো পাখি আকাশ থেকে ঝরে পড়ছে মৃত পাখির দল৷

তাদের মৃত্যুর কারণ এখনও অজ্ঞাত৷ অনুমান, কোনও শিকারি পাখির আক্রমণ থেকে বাঁচতেই তারা আকাশ থেকে দ্রুত বেগে নেমে আসে৷ তার পর ঝাঁকের অনেক পাখি উড়ে যেতে সক্ষম হলেও অজস্র হলুদ-কালো পাখি মুখ থুবড়ে পড়ে শহরের অনেকাংশে ৷

তবে শিকারি পাখির আক্রমণের তত্ত্ব উড়িয়ে দিয়েছেন এক পশু চিকিৎসক৷ তিনি মনে করেন, অতিরিক্ত পরিবেশ দূষণের ফলেই মৃত্যু হয়েছে৷ দূষণের কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন গাছ কাটার পর কাঠ পোড়ানোর ধোঁয়া এবং কৃষি ক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিককে৷ কিছু পশুপ্রেমীর অবশ্য ধারণা, কোনওভাবে পাখিগুলি বিদ্যুৎবাহী তারে তড়িদাহত হয়ে পড়ে ৷

তবে ম্যাঞ্চেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটির লেকচারার নিশ্চিত, কোনও বিষক্রিয়া নয়৷ নিরীহ পাখিগুলি মাটিতে মুখ থুবড়ে পড়ে শিকারি পাখির আক্রমণ থেকে বাঁচতেই ৷ সেই আঘাতের অভিঘাতেই তাদের মৃত্যু হয় বলে তাঁর ধারণা ৷ তাঁর কথায়, ‘‘আমরা সহজেই কারণ হিসেবে পরিবেশ দূষণকে চিহ্নিত করি ৷ কিন্তু কোনও কিছুর সঙ্গে আঘাত লাগাও খুব স্বাভাবিক ৷

রাজশাহীর সময় / এফ কে


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]