গলায় ক্ষেপণাস্ত্রের নেকলেস!


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 10-02-2023

গলায় ক্ষেপণাস্ত্রের নেকলেস!

প্রায়শই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে আন্তর্জাতিক মহলের রাতের ঘুম কাড়ে উত্তর কোরিয়া। পারমাণবিক অস্ত্রের সম্ভার নিয়ে শত্রুপক্ষকে হুঁশিয়ারিও দেন সে দেশের একনায়ক কিম জং উন। এ বার দেশের সামরিক কুচকাওয়াজে ক্ষেপণাস্ত্রের আদলে নেকলেস পরে নজর কাড়লেন শাসকের ঘরনি।

রাজধানী পিয়ংইয়ংয়ে ‘কোরিয়ান পিপলস আর্মি’র ৭৫ বছর পূর্তি উদ্‌‌যাপনের অনুষ্ঠানে হাজির ছিলেন কিম পত্নী রি সল-জু। তাঁর গলার ওই ‘মিসাইল নেকলেস’ ঘিরে জোর চর্চা শুরু হয়েছে।

বুধবার রাতে পিয়ংইয়ংয়ে কুচকাওয়াজে সে দেশের সামরিক সম্ভারের প্রদর্শনী করা হয়। অত্যাধুনিক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী করেছে কিমের দেশ। আগামী দিনে উত্তর কোরিয়া ওই ক্ষেপণাস্ত্রগুলির পরীক্ষা চালাতে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

কুচকাওয়াজে বিভিন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী ঘিরে খোশমেজাজেই দেখা গিয়েছে কিমকে। তাঁর পরনে ছিল কালো রঙের কোট এবং টুপি। নজর কেড়েছেন তাঁর কন্যা কিম জু এ-ও। আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের বর্ণাঢ্য শোভাযাত্রা তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন তাঁরা। সে দেশের সামরিক আধিকারিকদের সঙ্গে ছবিও তুলেছেন ১০ বছর বয়সি কিমের ওই কন্যা। আগামী দিনে কিমের ওই কন্যার হাতেই থাকতে পারে সে দেশের রাশ, এমন জল্পনাই ছড়িয়েছে। তবে ক্ষেপণাস্ত্রের প্রদর্শনীর পাশাপাশি বাড়তি নজর কেড়েছে কিমের স্ত্রীর গলার নেকলেস।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]