অপরাধ মুক্ত হয়ে শান্তির নগরী রাজশাহী


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: , আপডেট করা হয়েছে : 15-02-2022

অপরাধ মুক্ত হয়ে শান্তির নগরী রাজশাহী

উন্নত বিশ্বের আধুনিক পুলিশের ন্যায় নগর নিরাপত্তায় সাফল্যের দ্যুতি ছড়াচ্ছে আরএমপি “সাইবার ক্রাইম ইউনিট” ও “অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার”।

প্রযুক্তিনির্ভর অপরাধ কমাতে এবং প্রযুক্তির মাধ্যমে অধরাধীদের গ্রেফতার করতে, একই সাথে প্রমাণহীন অপরাধের রহস্য উদঘাটনের মাধ্যমে অপরাধীদের সনাক্ত করতে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে আরএমপি’র এই দুইটি ইউনিট।

সম্প্রতি ইউনিটের সদস্যবৃন্দ তাদের প্রযুক্তিগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিকল্পে  US Departertment of State Anti- Terrorism Assistance (ATA) কর্তৃক আয়োজিত U.S. Embassy, Dhaka  এর তত্বাবধানে উন্নত প্রশিক্ষণ গ্রহণ করেছে।

আরএমপি’র পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এর দূরদৃষ্টি সম্পন্ন ভাবনায় সময়োপযোগী সিদ্ধান্তে আরএমপিতে প্রতিষ্ঠিত আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর ”সাইবার ক্রাইম ইউনিট“ ও ”অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার“ নগরবাসীর আস্থা অর্জনে সক্ষম হয়েছে। ধীরে ধীরে নিরাপদ ও অপরাধ মুক্ত হয়ে শান্তির নগরীতে রূপ নিচ্ছে রাজশাহী।

রাজশাহীর সময় / এফ কে


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]