সেরা পপ সলো ক্যাটাগরিতে গ্র্যামি জিতলেন অ্যাডেল


বিনোদন ডেস্ক , আপডেট করা হয়েছে : 06-02-2023

সেরা পপ সলো ক্যাটাগরিতে গ্র্যামি জিতলেন অ্যাডেল

সেরা পপ সলো ক্যাটাগরিতে এ বছর গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন ব্রিটিশ গায়িকা অ্যাডেল। এর মধ্য দিয়ে ক্যারিয়ারের ১৬তম গ্র্যামি জিতলেন এই তারকা।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ সময় আজ সোমবার সকালে বসে গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৫তম আসর। 'ইজি অন মি' শিরোনামের গানের জন্য এবারের আসরে সেরা পপ শিল্পীর (একক) গ্র্যামি জেতেন অ্যাডেল।

এর আগে ২০০৯ সালে দুটি, ২০১২ সালে ছয়টি, ২০১৩ সালে একটি, ২০১৪ সালে একটি ও ২০১৭ সালে পাঁচটি গ্র্যামি অ্যাওয়ার্ড জেতেন অ্যাডেল।

এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডের মূল অনুষ্ঠান শুরু হয় লস অ্যাঞ্জেলেসের স্থানীয় সময় রোববার বিকেল ৫টায় (বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টা)। কমেডিয়ান ট্রেভর নোয়াহ তৃতীয়বারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠান উপস্থাপনা করেন।

এবারের আসরে চারটি গ্র্যামি জিতে ইতিহাসে সবচেয়ে বেশি গ্র্যামি জয়ের রেকর্ডটি নিজের করে নিয়েছেন জনপ্রিয় মার্কিন গায়িকা ও নৃত্যশিল্পী বিয়ন্সে। ক্যারিয়ারে মোট ৩২টি গ্র্যামি জয়ের মধ্য দিয়ে বিয়ন্সে ভেঙে দিয়েছেন জর্জ সলতির ২০ বছরের বেশি সময় ধরে টিকে থাকা রেকর্ড। সূত্র: বিবিসি, গ্র্যামি ডটকম


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]