যে দোয়ায় কাউকে কোনো অনিষ্ট স্পর্শ করবে না


ধর্ম ডেস্ক , আপডেট করা হয়েছে : 04-02-2023

যে দোয়ায় কাউকে কোনো অনিষ্ট স্পর্শ করবে না

হজরত আবান ইবনু ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হজরত উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, ‘আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যদি কোনো বান্দা প্রতিদিন সকালে এবং প্রতি রাতে সন্ধ্যায় তিনবার এ দোয়া পাঠ করে,তাহলে তাকে কোনো অনিষ্ট স্পর্শ করবে না-

بِسْمِ اللهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الأَرْضِ وَلاَ فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণ : ‘বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মাআসমিহি শাইয়ুন ফিল আরদি ওয়া লা ফিস-সামায়ি ওয়া হুয়াস সামিউল আলিম।’

অর্থ : আল্লাহর নামে, যার নাম থাকলে কোনো কিছুই ক্ষতি করতে পারে না, না জমিনে আর না আসমানে; তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন।

হজরত আবান রাদিয়াল্লাহু আনহুর একপাশ অর্ধ প্যারালাইজড হয়ে পড়লে, এক ব্যাক্তি তার দিকে তাকাতে থাকে। আবান তাকে বলেন, কী দেখো? আমি তোমাদের যে হাদিস শুনিয়েছি; তা ঠিকই আছে; তবে ওইদিন আমি তা পড়িনি, আমি চেয়েছি- আল্লাহর নির্ধারিত তকদির আমার উপর কার্যকর হোক।’ (বুখারি, আদাবুল মুফরাদ, তিরমিজি, মুসনাদে আহমাদ)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এ হাদিসের ওপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। যাবতীয় অনিষ্ট থেকে হেফাজত থাকার তাওফিক দান করুন। আমিন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]