রাজশাহীতে ‘বাংলাদেশ-ইন্ডিয়া কালচারাল মিট’ আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


আবু হেনা : , আপডেট করা হয়েছে : 14-02-2022

রাজশাহীতে ‘বাংলাদেশ-ইন্ডিয়া কালচারাল মিট’ আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ‘বাংলাদেশ-ইন্ডিয়া কালচারাল মিট’ আয়োজন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও প্রস্তুতি কমিটির আহ্বায়ক এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ফ্রেন্ডস বাংলাদেশের সমন্বয়কারী এএসএম শামসুল আরেফিন। 

সভায় মুজিবশতবর্ষে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ ভারত মৈত্রীর ৫০ বছর পূর্তিতে ফ্রেন্ডস অব বাংলাদেশের আয়োজনে ২৫, ২৬, ২৭ ও ২৮ ফেব্রুয়ারি রাজশাহীতে ‘বাংলাদেশ-ইন্ডিয়া কালচারাল মিট’ আয়োজন উপলক্ষে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। 

সভায় উপস্থিত ছিলেন প্রস্তুতি কমিটির সদস্য সচিব প্রফেসর রুহুল আমিন প্রামাণিক, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, রাজশাহী সংরক্ষিত আসনের এমপি আদিবা আঞ্জুমান মিতা, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সারাজশাহীর সময় / এফ কেধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিন, রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মকবুল হোসেন, সাবেক বোর্ড চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সহ-সভাপতি নাইমুল হুদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব জাহিদুল ইসলাম জাহিদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ জাহিদ, শ্রম সম্পাদক মোঃ আব্দুস সোহেল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ ফিরোজ কবির সেন্টু, তথ্য ও গবেষণা সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামার উল্লাহ সরকার কামাল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ লায়েব উদ্দীন লাভলু, যুব মহিলা লীগের সহ-সভাপতি কোহেলি কুদ্দুস, সাংস্কৃতিক সম্পাদক মেহেরনাজ নাহিদ, ফ্রেন্ডস অব বাংলাদেশের সদস্য ওয়াসিম আহমেদ, রাসিকের ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামারুজ্জামান,  ১১ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সচিব মোঃ মশিউর রহমান, ধ্রুপালোকের আলো রানী মৈত্র, ঋতিক ঘটক ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদ, রাসিকের প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ সাইদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমেদ আল মঈন, রাসিকের ইভেন্ট ম্যানেজার ফরহাদ হোসেন আদনান প্রমুখ।

রাজশাহীর সময় / এফ কে

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]