বক্স অফিসে ‘পাঠান’ সুনামি জারি রয়েছে। মুক্তির সাত দিন পর একগুচ্ছ মাইলস্টোন পার করল শাহরুখ খানের এই ছবি। দেশের বক্স অফিসে সবচেয়ে দ্রুত ৩০০ কোটির গণ্ডি ছোঁয়া হিন্দি ছবির খেতাব আগেই গিয়েছে ‘পাঠান’-এর ঝুলিতে। এবার বিশ্ব বক্স অফিসে সাত দিনে ৬০০ কোটির গণ্ডি পার করে ফেলল এই ছবি। মুক্তির প্রথম সাত দিনে পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই ছবির গ্রস কালেকশন ৬৩৪ কোটি টাকা।
বুধবার ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করেন, হিন্দি সিনেমার ইতিহাসে প্রথম সাত দিনের কালেকশনের নিরিখে সবচেয়ে এগিয়ে ‘পাঠান’। বিশ্ব বক্স অফিসে এই ছবির গ্রস কালেকশন ৬৩৪ কোটি টাকা, ভারতে ছবির গ্রস কালেকশন ৩৯৫ কোটি, বিদেশে এর পরিমাণ ২৩৯ কোটি টাকা। শাহরুখ ছাড়াও এই ছবিতে দেখা মিলেছে জন আব্রাহাম, দীপিকা পাড়ুকোন, ডিম্পল কাপাডিয়া এবং আশুতোষ রানার।
মুক্তির পর একের পর এক রেকর্ড ব্রেক করছে ‘পাঠান’। দেশের বক্স অফিসে মাত্র সাত দিনে ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে এই ছবি। ২০১৭ সালের ‘বাহুবলি ২: দ্য কনক্লুশন’-এর হিন্দি সংস্করণের ৩০০ কোটিতে প্রবেশ করতে ১০ দিন সময় লেগেছিল। পাঠান মাত্র ৭ দিনে এই অঙ্কে প্রবেশ করেছে। শাহরুখের এই রাজকীয় প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত অনুরাগীরা।
মুক্তির সাত নম্বর দিনে ভারতে ২২ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি, যা প্রশংসার দাবি রাখে। ‘পাঠান’-এর হিন্দি সংস্করণ সাত দিনে ভারতে মোট ৩১৮.৫০ কোটি টাকা কামাই করেছে। তেলুগু ও তামিল ভার্সন মেলালে এই টাকার অঙ্ক পৌঁছাবে ৩২৯ কোটি টাকায়।
এক নজরে দেশের বক্স অফিসে পাঠান-এর সাত দিনের আয়:
বুধবার, ২৫শে জানুয়ারি- ৫৫ কোটি টাকা*
বৃহস্পতিবার, ২৬শে জানুয়ারি- ৬৮ কোটি টাকা
শুক্রবার, ২৭শে জানুয়ারি- ৩৮ কোটি টাকা
শনিবার, ২৮শে জানুয়ারি- ৫১.৫০ কোটি টাকা
রবিবার, ২৯শে জানুয়ারি- ৫৮.৫০ কোটি টাকা
সোমবার, ৩০শে জানুয়ারি- ২৫.৫০ কোটি টাকা
মঙ্গলবার, ৩১শে জানুয়ারি- ২২ কোটি টাকা
(* নেট কালেকশন পাঠানের হিন্দি ভার্সনের)
‘জিরো’র ব্যর্থতার পর নিজেকে খানিক গুটিয়ে নিয়েছিলেন শাহরুখ। তবে তিনি দেখিয়ে দিলেন, ‘এভাবেও ফিরে আসা যায়’। দর্শকের ভালোবাসাই তাঁর অনুপ্রেরণা, সম্প্রতি সাংবাদিক বৈঠকে জানান বাদশা। আরও বলেন, ‘গত চার বছরকে ভুলিয়ে দিয়েছে গত ৪ দিন’।
সোমবার সংবাদিক বৈঠকে শাহরুখ বলেন, ‘আমরা সত্যি কৃতজ্ঞ দর্শক এবং সংবাদমাধ্যমের কাছে পাঠানকে এতটা পরিমাণ সমর্থন জোগানোর জন্য। এমন অনেক কিছুই ঘটতে পারত যা এই ছবির আনন্দদায়ক মুক্তিকে সংকুচিত করতে পারতো…. তবে সবদিক থেকে যে ভালোবাসা এসেছে সেটাই আমাদের এই সাফল্য এনে দিয়েছে। এর জন্য আমরা যতই কৃতজ্ঞতা জানাই সেটা কম হবে। আমি আমার সমস্ত সহকর্মীদের তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের। সিনেমায় আবারও জীবন ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ'।