এমপি আয়েনের বিচার চেয়ে আ.লীগ নেতার মানববন্ধন


স্টাফ রিপোর্টার , আপডেট করা হয়েছে : 01-02-2023

এমপি আয়েনের বিচার চেয়ে আ.লীগ নেতার মানববন্ধন

রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য (পবা-মোহনপুর) আয়েন উদ্দিনের বিচার দাবিতে মানববন্ধন করেছেন সুরঞ্জিত সরকার (৪৩)। বুধবার (১ ফেব্রুয়ারী) বেলা ১২টায় রাজশাহী সাহেব বাজার জিরোপয়েন্টে মানববন্ধন শেষে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে স্মারকলিপি দেন তিনি। এই মানববন্ধনে মোহনপুর উপজেলার মানুষ অংশ নেয় বলে জানানো হয়।

এর আগে গত ২৫ জানুয়ারি গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে প্রধানমন্ত্রীর কাছে সংসদ সদস্য আয়েন উদ্দিনের বিচার চেয়ে জিরোপয়েন্টে দাঁড়ান সুরঞ্জিত সরকার। সুরঞ্জিত রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এবং মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক। এছাড়া তিনি মোহনপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি।

মানববন্ধনে সুরঞ্জিত সরকার সাংবাদিকদের বলেন, এমপি আয়েন উদ্দিনের বিচারের দাবিতে দীর্ঘ ছয়দিন ধরে জিরোপয়েন্ট প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করলাম। আমি অসুস্থ হয়ে গেছে। আমি এমনিতেই তার নির্যাতনে অসুস্থ। তারপরে দীর্ঘ ছয়দিন এখানে থাকায় আরো অসুস্থ হয়ে গেছি। বিষয়টি এলাকার মানুষ শুনেছে, তারা মনে করেছে আমার (সুরঞ্জিত সরকার) প্রতি অন্যয় অবিচার হয়েছে। তাই তারা একত্বতা প্রকাশ করে মানববন্ধনে এসেছে। তারা এমপি আয়েন উদ্দিনের বিচারের দাবিতে এখানে এসেছে। আজ মানববন্ধন করে রাসিক মেয়রকে স্মারকলিপি দেওয়া হয়। যেনো সিটি মেয়র কেন্দ্রীয় মিটিংয়ে বিষয়টি উত্থাপন করেন।

তিনি আরো বলেন, অবস্থান কর্মসূচি পালনকালে আমি খবর পেয়েছি এলাকায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তারা এলাকার মানুষকে প্রতারিত করে আমার বিরুদ্ধে বিচার চাওয়া হয়েছে। আমি গেলে নাকি আমাকে হামলা করবে। এমপি আয়েন উদ্দিন আমাকে হিন্দু জাতি ধর্ম তুলে গালাগালি করেছে। নৌকার বিরোধিতা করে ফেল করিয়েছে। আমাকে এমপি সাহেব আর কত জ্বালাবে। আমি প্রধানমন্ত্রীর কাছে এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি তো এমনি শারীরিকভাবে পঙ্গু, আর্থিকভাবেও পঙ্গু। এলাকায় মানহানি করেছে। আমি আর কত সহ্য করবো।

মানববন্ধনে মোহনপুর উপজেলা কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদক শেখ হাবিবা বলেন, এমপি আয়েন কর্তৃক নির্যাতিত আমরা বহু দিন যাবৎ। তার অত্যাচারে মানুষ জড়জড়িত। একটা যুদ্ধাপরাধির সন্তান এমপি হয়ে জনগণের শান্তি ঘুম হারাম করে দিয়েছে। জনগণের নিয়ামত হিসেবে কাজ করার উর্দ্ধে সে জনগণের রাতের ঘুম হারাম করে দিয়েছে। আমি নিজেও একজন নির্বাচিত মেম্বার ছিলাম। পরবর্তীতে আমি মনোনয়ন চেয়েছিলাম কিন্তু আমাকে মনোনয়ন পেতে দেয়নি। আমি জনসম্মুখে তার (আয়েন উদ্দিন) যত গোপন তথ্য ছিলো দিলাম; তার উপরে ভিত্তি করে আমার উপরে বার বার হামলা হয়েছে।

সুরঞ্জিত সরকারের মা আদরী রাণী সরকার বলেন, আমি আয়েনের বিচার চাই। আমার ছেলে যখন দাঁড়াতে (নির্বাচনে) চাই, তখন লোক দিয়ে মারে। আয়েন আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। আগে ডেকে নিয়ে গিয়ে লেখাপড়া করতে দেয়নি। বলেছে আমার সঙ্গে থাকো ভালোভাবে। আমার সাথে থাকলে তোমার চাকরি করা লাগবে না। চেয়ারম্যান-মেম্বার করে দেব। পরে ভোটে দাড়াতে লাগলে দাড়াতে দেয় না। ফাঁকি দিয়ে অন্য মানুষকে দাড়িয়ে দেয়। একবার নৌকা পেয়েছি। তখন অন্য লোককে দাঁড়িয়ে দিয়ে মানুষে বলে ওকে ভোট দেও।

মানববন্ধনে সুরঞ্জিতের ছেলে সুপ্রতিক সরকার প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে ছিলো। তাতে লেখা ছিলো মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বিচার চাই। রাজশাহী-৩ (পবা- মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দিন ও তার দুলাভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি কর্তৃক নির্যাতনের শিকার। ১. ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচনে নৌকার মননোয়ন পেলে বিরোধিতা করে ফেল করানো। ২. এমপির ক্যাডার বাহিনী দিয়ে হামলা করে হত্যার চেষ্টা ও অর্ধপঙ্গু বানানো । ৩. ২০২১ সালে ইউনিয়ন নির্বাচনে নৌকার মননোয়ন চাইলে হিন্দু জাতি ধর্ম তুলে কটূক্তি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করা। এই নির্যাতনের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি।

এবিষয়ে রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অনিল কুমার সরকার বলেন, ‘আমি এ ব্যাপারে জানি না। মানববন্ধন করেছে কি ব্যাপারে, কিসের জন্য।’


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]