‘লাদাখের ২ হাজার বর্গ কিমি দখলে নিয়েছে চীন’


আন্তর্জাতিক ডেস্ক: , আপডেট করা হয়েছে : 31-01-2023

‘লাদাখের ২ হাজার বর্গ কিমি দখলে নিয়েছে চীন’

ভারতের লাদাখে দুই হাজার বর্গ কিলোমিটার এলাকা চীন নিজেদের দখলে নিয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সোমবার (৩০ জানুয়ারি) জম্মু কাশ্মীরের শ্রীনগরে এক সংবাদ সম্মেলনে রাহুল বলেন, চীনের এমন আগ্রাসী আচরণকে অস্বীকার করে মোদি সরকার দেশের জন্য বিপদ ডেকে আনছেন। চীন সীমান্তবর্তী অন্য এলাকাও দখলে নিতে পারে বলে শঙ্কা তার। তবে কংগ্রেস নেতার এমন অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।  

লাদাখ নিয়ে চীনের সঙ্গে দীর্ঘদিনের বিরোধপূর্ণ সম্পর্ক ভারতের। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় চীন ও ভারতের সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে সংঘাত হয়। এরপর গত বছর অরুণাচল প্রদেশের সীমান্তেও দুই দেশের সেনারা সংঘর্ষে জড়ায়। সম্প্রতি লাদাখের ৬৫টি টহল পয়েন্টের মধ্যে ২৬টিতে প্রবেশের অধিকার হারায় ভারত। দুই দেশের চলমান এই উত্তেজনার মধ্যেই এবার বিস্ফোরক মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

 সোমবার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরে সংবাদ সম্মেলন করেন রাহুল গান্ধী। এ সময় তিনি দাবি করেন, লাদাখে ভারতের দুই হাজার বর্গ কিলোমিটার এলাকা নিজেদের দখলে নিয়েছে চীন। লাদাখে ভারতের বেশ কয়েকজন সাবেক সেনা সদস্যের সঙ্গে কথা বলে এ বিষয়ে নিশ্চিত হয়েছেন বলে জানান রাহুল গান্ধী। লাদাখের কিছু এলাকা দখল করে বেইজিং দিল্লিকে বার্তা দিচ্ছে, ভবিষ্যতে অরুণাচলেও এভাবে প্রবেশ করতে পারে চীন।

 তবে বেইজিং'র এই কর্মকাণ্ডকে মোদি সরকার অস্বীকার করছে বলে জানান এই কংগ্রেস নেতা। সরকারের এমন নির্লিপ্ত আচরণ দেশের জন্য বিপদ ডেকে আনতে পারে উল্লেখ করে তিনি বলেন, চীনকে বুঝিয়ে দিতে হবে ভারতের এলাকা দখলে নেয়ার মতো গুরুতর বিষয় সহ্য করবে না দিল্লি।

 যদিও রাহুল গান্ধীর এমন অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। একইসঙ্গে এই কংগ্রেস নেতা বিভ্রান্ত মন্তব্য করছেন বলেও পাল্টা অভিযোগ করে মোদির দল বিজেপি।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]