রাজশাহীতে করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়ায় রাত্রীকালীন ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। এ নিয়ে রোববার (১৩ ফেব্রুয়ারি) গণবিজ্ঞপ্তি জারি করেছে রাজশাহী জেলা প্রশাসন।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল জলিল স্বাক্ষরিত এই গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বর্তমানে জেলায় করোনা সংক্রমণের হার নিম্নগামী হওয়ায় গত ২৮ জানুয়ারি জারিকৃত বিধিনিষেধ সাময়িকভাবে স্থগিত করা হলো। সোমবার (১৪ ফেব্রুয়ারি) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
দেশে করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে প্রতিদিনই রাজশাহীতে লাফিয়ে বাড়ছিল সংক্রমণ। শনাক্তের হার ছাড়িয়েছিল ৭০ শতাংশ।
সংক্রমণের রাশ টানতে গত ২৮ জানুয়ারি রাজশাহীর সকল বিপনীবিতান, শপিংমল, বিনোদন কেন্দ্র ও রেস্তোরাঁসহ সব ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টার পর বন্ধ রাখার ঘোষণা আসে। এখন শনাক্তের হার প্রায় ১০ শতাংশের কাছাকাছি।
রাজশাহীর সময় / এফ কে