জনসভায় এসে রাজশাহীর সৌন্দর্যে মুগ্ধ উপস্থিত জনতা


সুমাইয়া তাবাস্সুম , আপডেট করা হয়েছে : 30-01-2023

জনসভায় এসে রাজশাহীর সৌন্দর্যে মুগ্ধ উপস্থিত জনতা

বিশুদ্ধ বাতাসের নগরী খ্যাত রাজশাহীর সৌন্দর্য উপভোগ করে মুগ্ধ হলেন আওয়ামী লীগের জনসভায় অংশগ্রহণকারী বিভিন্ন জেলা থেকে আগত উৎসুক মানুষ। রাজশাহীতে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর পোনে ৪টায় বক্তব্য রাখেন। তবে, জনসভা শুরুর আগে সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছিল উৎসুক জনতা। অতিরিক্ত সময় কাটাতে জনসভা শুরুর আগে এবং পরে রাজশাহীর পর্যটন এলাকায় ঘোরেন তারা। রোববার (২৯ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর বিভিন্ন পর্যটক এলাকা ঘুরে অংশগ্রহণকারীদের এই উপভোগ করার এই চিত্র দেখা গেছে।

প্রধানমন্ত্রী জনসভায় আসার আগে অতিরিক্ত সময় কাটাতে নগরীর পদ্মা গার্ডেন, ফুলতলা, টি-বাঁধ, আই-বাঁধসহ রাজশাহীতে তৈরি নয়নাভিরাম রাস্তাঘাটে ঘুরছেন তাঁরা। বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলতেও দেখা যায়।

জনসভায় সিরাজগঞ্জ থেকে আসা আব্দুল জলিল জানান, দীর্ঘ দিন পর তার রাজশাহী আসার সুযোগ হয়েছে। সমাবেশ শুরুর অনেক আগেই তিনি এসেছেন। তিনি বলেন, রাজশাহীতে পদ্মানদী এবং সুন্দর রাস্তাঘাট দেখতে এসেছেন। এর আগে চার বছর আগে একটি প্রয়োজনে এসে দ্রুত ফিরতে হয়েছে। তাই রাজশাহীর সৌন্দর্য উপভোগ করার সুযোগ হয়নি। এজন্য আজ জনসভার উছিলায় দ্রুত এসেছেন, যাতে রাজশাহী ঘুরে যেতে পারেন।

পদ্মা গার্ডেনে বসে থাকতে দেখা যায় রাজশাহীর বাঘা থেকে আসা একদল যুবককে। জনসভা শুরুর আগে এখানে এসে সময় কাটাচ্ছেন তারা। শাহিন, রফিক, মজিদ ও স্বপন বলেন, সাধারণত রাজশাহী শহরে কাজ ছাড়া আসা হয় না। অনেক দিন পদ্মা গার্ডেনেও আসেন নি তারা। এই সুযোগে বন্ধুদের সঙ্গে পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করতে এসেছেন। এর আগে রাজশাহীর চমৎকার রাস্তাঘাটগুলো ঘুরে দেখেছেন।

পরিচ্ছন্ন নগরীতে নয়নাভিরাম রাস্তায় বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলছেন কয়েকজন। সুমি, মেহজাবিন ও তন্ময় জানান, আমরা বগুড়া থেকে এসেছি। পরে অনেক যানজট হবে তাই সকালেই এসেছি। জনসভা শুরু হওয়ার আগে পদ্মা গার্ডেন ঘুরে দেখেছি। এখানকার রাস্তাঘাট পরিচ্ছন্ন এবং চমৎকারভাবে তৈরি। আমরা খুব উপভোগ করছি।

শিক্ষা নগরী খ্যাত রাজশাহীকে এখন অনেকভাবে বিশেষায়িত করা হয়। যার মধ্যে রয়েছে- সিল্কের নগরী, আমের নগরী, সবুজের নগরী ও বিশুদ্ধ বাতাসের নগরী। আর অনেকভাবে বিশেষায়িত রাজশাহী মহানগরীর সৌন্দর্য ক্রমশই বাড়ছে। উন্নত সড়ক ও আধুনিক বাতির পর পদ্মাপাড়ের সৌন্দর্য বৃদ্ধিতে এবার গুরুত্ব দিচ্ছেন নগর কর্তৃপক্ষ। কারণ, মহানগরীর অন্যতম পর্যটন এলাকা হচ্ছে পদ্মাপাড়। তাই বিনোদনের অন্যতম এই এলাকাটি আরও আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করতে নানাবিধ পরিকল্পনা গ্রহণ করেছে নগর নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]