মালয়েশিয়ায় ‘অবৈধ’ বাংলাদেশিদের বিষয় বিবেচনার আশ্বাস


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 28-01-2023

মালয়েশিয়ায় ‘অবৈধ’ বাংলাদেশিদের বিষয় বিবেচনার আশ্বাস

হাইকমিশন জানায়, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ার সেদেশে ইতোমধ্যে অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের সহজ প্রক্রিয়ায় বৈধ করার অনুরোধ জানান। স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসছেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরটি তার ঢাকায় হতে যাচ্ছে।

কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বুধবার বাংলাদেশের রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ার বৈঠককালে তার বাংলাদেশ সফরের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন বাংলাদেশ সফরকে ঘিরে তার আগ্রহের কথা ব্যক্ত করেন। হাইকমিশনার তার বাংলাদেশ সফরকে আন্তরিকভাবে স্বাগত জানান।

মালয়েশিয়ায় বসবাসরত ইতোমধ্যে অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের রিক্যালিব্রেশনের আওতায় সহজ প্রক্রিয়ায় বৈধ করার জন্য দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান হাইকমিশনার।

হাইকমিশন জানায়, রাষ্ট্রদূতের অনুরোধের পরিপ্রেক্ষিতে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি বিবেচনার আশ্বাস দেন। বৈঠকে তারা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়াও তারা স্বল্প সময়ে এবং স্বল্প ব্যয়ে আরও অধিকসংখ্যক বাংলাদেশি জনশক্তি মালয়েশিয়ায় নিয়োগের ক্ষেত্রে দুপক্ষের আন্তরিক প্রচেষ্টার বিষয়ে মতবিনিময় করেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]