এমারজেন্সি ছবির জন্য সমস্ত সম্পত্তি বন্ধক রেখেছেন কঙ্গনা


তামান্না হাবিব নিশু : , আপডেট করা হয়েছে : 27-01-2023

এমারজেন্সি ছবির জন্য সমস্ত সম্পত্তি বন্ধক রেখেছেন  কঙ্গনা

এমারজেন্সি ছবির শ্যুটিং শেষ হল কঙ্গনা রানাওয়াতের। বহু প্রতীক্ষিত এই ছবিটার দিকে মানুষের বেশ নজর আছে। এই ছবির সমস্ত কলাকুশলীদের জন্য বুধবার, ২৫ জানুয়ারি একটি পার্টির আয়োজন করা হয়েছিল। কঙ্গনা নিজেই এই ছবির পরিচালনা করেছেন এবং একই সঙ্গে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন। এমারজেন্সি ছবির শ্যুটিং শেষ হওয়ার পর যে পার্টির আয়োজন করা হয়েছিল সেখানে অভিনেত্রী জানান তিনি তাঁর সব সম্পত্তি এই ছবির জন্য বন্দক রেখেছেন।

জানুয়ারির ২১ তারিখে এই ছবির শ্যুটিং সম্পন্ন হয়েছে। অভিনেত্রী নিজে তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট করে সেই কথা জানান। তিনি এই সিনেমার সফরের বিষয় জানিয়ে বলেন এই সফরটা মোটেই স্মুদ ছিল না। এই ছবির জন্য তাঁকে দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে শ্যুটিং করতে হয়েছে। আর তার জন্য অভিনেত্রীকে তাঁর সমস্ত সম্পত্তি বন্ধক রাখতে হয়েছে। অভিনেত্রীর কথায়, ' আমার যতটা আছে সব বন্ধক রেখেছি এই ছবির প্রযোজনা করার জন্য।'

কঙ্গনার এই সম্পত্তি বন্ধক রাখার কথা তিনি এক পাপারাজ্জিকে জানিয়েছিলেন। সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। সেখানে তাঁকে সাংবাদিকদের বলতে শোনা যায়, ' আমি একবার যে কাজ করার কথা ভেবে নিই, সেটা করেই ছাড়ি। আমার জন্য এটা কোনও বড় কথা নয়। এক মিনিটের মধ্যে আমি যে কোনও সিদ্ধান্ত নিয়ে নিতে পারি। কিন্তু এই ছবির শ্যুটিংয়ের সময় ব্যাংকে যাওয়া, সম্পত্তির ভ্যালুয়েশন করা খুব চাপের হয়ে গিয়েছিল। আমাদের শ্যুটিং আটকে গিয়েছিল। কিন্তু কোনও কিছুর জন্য আমি আমার সব কিছু বাজি রাখতে পারি।'

একই সঙ্গে তিনি কিছুদিন আগে বলেন তিনি তাঁর সম্পত্তি নিয়ে ভাবেন না। এমারজেন্সি ছবির জন্য তিনি এত কিছু করেছেন, কিন্তু সেই ছবিই যদি না চলে? তখন? অভিনেত্রীর কথায়, 'আমি এই শহরে ৫০০ টাকা নিয়ে এসেছিলাম। এখন যদি সম্পূর্ণ শেষ হয়ে যাই তাহলে আমি জানি আমি আবার ঘুরে দাঁড়াতে পারব। আমার মধ্যে এতটুকু সাহস আছে। আমার কাছে সম্পত্তির কোনও মূল্য নেই।'

গ্যাংস্টার ছবির হাত ধরে ২০০৬ সালে বলিউডে তাঁর সফর শুরু হয়েছিল। এই রোমান্টিক থ্রিলার ছবিটির পরিচালনা করেছিলেন অনুরাগ বসু। তাঁকে শীঘ্রই এমারজেন্সি ছবিতে দেখা যেতে চলেছে। অনুপম খেরকে এই ছবিতে জয়প্রকাশ নারায়নের ভূমিকায় দেখা যায়। এই ছবিতে মহিমা চৌধুরী, সতীশ কৌশিক, মিলিন্দ সোমান, প্রমুখকে দেখা যাবে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]