প্রায় বছর পাড় হতে চলল রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের! আলোচনার বার্তা দিয়েই ফের একবার ইউক্রেনের উপর জোরাল আঘাত রাশিয়ান এয়ারফোর্সের। আর তাতে ইউক্রেনে ১১ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, একাধিক মানুষ এই ঘটনায় আহত হয়েছেন বলেও জানা যাচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে। ইউক্রেন বাহিনীর আরও সমরাস্ত্র তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে একাধিক দেশ। আর এরপরেই ইউক্রেনের উপর রাশিয়ার এমন প্রত্যাঘাত বলে জানা যাচ্ছে।
অন্যদিকে সে দেশের জরুরি বিভাগ বলছে, ইউক্রেনের একাধিক energy infrastructure-কে লক্ষ্য করে রাশিয়া লাগাতার হামলা চালিয়েছে। এর ফলে অন্ধকার নেমে এসেছে দেশের একাধিক অংশে। শুধু তাই নয়, নতুন করে বেশ কয়েকটি জায়গাতেও রাশিয়া হামলা চালিয়েছে বলে জানাচ্ছে ইউক্রেনের জরুরি বিভাগ। আর এই আঘাতে ইউক্রেনের ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এমনকি রাশিয়ার আঘাতে আরও একাধিক মানুষ আহত বলে জানা যাচ্ছে।
পাশাপাশি ইউক্রেনের এক সেনাকর্তা জানাচ্ছেন, ভোররাত পর্যন্ত রাশিয়া লাগাতার এই হামলা ইউক্রেনের উপর চালিয়ে গিয়েছে। তবে যোগ্য জবাব সে দেশের বাহিনীও দিয়েছে বলে খবর। সেনা আধিকারিকের কথা মতো ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার ছোঁড়া ৫৫ টি মিসাইলের মধ্যে ৪৭টি মিসাইল ধ্বংস করে দিয়েছে। এমনকি বেশ কয়েকটি ড্রোনকেও এয়ার ডিফেন্স সিস্টেম রুখে দিয়েছে বলে দাবি করেছেন সেনা আধিকারিকরা। তবে এই ঘটনার পরেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইউক্রেন জুড়ে। এমনকি আকাশ পথেও হামলা রুখতে বাহিনীকে তৈরি থাকার কথা বলা হয়েছে বলে খবর।
বলে রাখা প্রয়োজন, মাসের পর মাস চলছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ। এই অবস্থায় একাধিক দেশ ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে। সরাসরি যুদ্ধে না জড়ালেও বিভিন্ন ভাবে যুদ্ধাস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য করা হচ্ছে। তেমনইও সম্প্রতি আমেরিকা এবং জার্মানি রাজধানী কিভকে বিশেষ ট্যাঙ্ক দেওয়ার ঘোষণা করেছে। এমনকি ইউক্রেনের বাহিনীকে চারটে Leopard tank দেবে বলেও ঘোষণা করেছে কানাডা। আর এহেন ঘোষণার পরেই ইউক্রেনের উপর চরম প্রত্যাঘাত রাশিয়ার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। নতুন করে এই হামলাতে আতঙ্কিত সে দেশের মানুষ। বলে রাখা প্রয়োজন, এর আগে ইউক্রেনকে আলোচনার বার্তা দিয়েছিলেন পুতিন। কার্যত যুদ্ধের রাস্তা থেকে সরে আসার বার্তাও দিয়েছিলেন তিনি। কিন্তু সেটা যে শুধুমাত্র কথাই কথা ফের একবার তা প্রমাণিত হল।