অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ডিসিদের সতর্ক থাকার নির্দেশ


অনলাইন ডেস্ক: , আপডেট করা হয়েছে : 26-01-2023

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ডিসিদের সতর্ক থাকার নির্দেশ

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সতর্ক থাকতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে একথা জানান তিনি।

জাহিদ ফারুক বলেন, অবৈধ বালু উত্তোলনের কারণে দেশের নদীগুলোর বাঁধ টেকসই হয় না। এজন্য এ বিষয়ে ডিসিদের সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘নদীমাতৃক দেশ হলেও আমাদের পানি নিয়ে অনেক সমস্যা রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে দেশে নদীভাঙন, বন্যার প্রবণতা বেড়েছে। গত বছর গ্রামাঞ্চলে আগাম বন্যা হয়েছে। তারপরও ফসলের ক্ষতি কমাতে সতর্ক ব্যবস্থা নেয়া হয়েছে।’

জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে জানিয়ে জাহিদ ফারুক আরও বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। কারণ, আমরা নদীতে বাঁধ নির্মাণ করি। কিন্তু অবৈধ বালু উত্তোলনের কারণে বাঁধগুলো টেকসই হয় না। ধসে যায়। এদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে ডিসিদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।’

এছাড়া সবার মধ্যে সচেতনতা বাড়াতে বিষয়টি মানুষের কাছে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান তিনি।

দেশের উন্নয়ন কাজে বালু দরকার জানিয়ে তিনি আরও বলেন, ‘সব জেলায় বালুমহাল রাখা হয়। কারণ, আমাদের প্রয়োজনেই বালু উত্তোলন করতে হয়। তবে পানি উন্নয়ন বোর্ড ঘোষিত বালুমহাল থেকেই কেবল বালু উত্তোলন করা যাবে বলে জানান প্রতিমন্ত্রী। এতে বালুর প্রয়োজন মেটানোর পাশাপাশি নদীভাঙনও রোধ করা সম্ভব হবে।’

এদিকে ডিসিরা নিজ এলাকার নদীভাঙনের কথা জানালে তিনি বলেন, ‘আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু বৈশ্বিক মন্দার কারণে ধীরগতিতে হচ্ছে। কোনো এলাকা থেকে যখন সমস্যার কথা বলা হয়, তখন সমীক্ষা চালিয়ে সে এলাকায় কাজ করা হয়। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে প্রকৌশলীদের সমস্যাগুলো সমাধান করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।’


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]