পাবনায় শিল্পকলা একাডেমীর মহাপরিচালকের সাথে সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ


আর কে আকাশ, পাবনা প্রতিনিধি : , আপডেট করা হয়েছে : 13-02-2022

পাবনায় শিল্পকলা একাডেমীর মহাপরিচালকের সাথে  সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সাথে পাবনা সাংস্কৃতিকর্মীদের মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার বেলা ৪টায় শিল্পকলা একাডেমী পাবনা মিলনায়তনে মত-বিনিময় সভায় সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনা জেলা শাখার নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সহ-সভাপতি মাহবুবুল আলম লিটন, সাধারণ সম্পাদক দেওয়ান মাযহার, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান খোকন, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব ভৌমিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আর কে আকাশসহ পাবনা সাংস্কৃতিক অঙ্গনের বিপুল সংখ্যাক সাংস্কৃতিকর্মী ও শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজশাহীর সময় / এফ কে


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]