জটিলতা পার করে অবশেষে মুক্তি পেল ‘পাঠান’


তামান্না হাবিব নিশু: , আপডেট করা হয়েছে : 25-01-2023

জটিলতা পার করে অবশেষে মুক্তি পেল ‘পাঠান’

অবশেষে বহুল আলোচিত সমালোচিত সিনেমা ‘পাঠান’ বড় পর্দায় বুধবার (২৫ জানুয়ারি) মুক্তি পাচ্ছে। সব জটিলতা পার করে এই সিনেমার মধ্য দিয়ে বিরতি শেষে বড় পর্দায় ফিরলেন শাহরুখ খান।

বেশরম রং গানটি যবে থেকে মুক্তি পেয়েছে, তখন থেকেই নানা প্রতিবাদ, বিক্ষোভের মুখে পড়েছিল শাহরুখের 'পাঠান'। সবার সব দাবি শর্ত মেনেই পুনরায় মুক্তির জন্য প্রস্তুত করে নেয় সিনেমার পরিচালক

সেন্সর ছাড় দিলেও প্রধানমন্ত্রী বার্তা দিলেও শুনতে নারাজ ছিল বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল। গুজরাট থেকে আসামের একাধিক হলে এই কারণে ভাঙচুর চালানো হয়, হল মালিকদের দেওয়া হয় হুমকিও। অবশেষে সেসব প্রত্যাহার করে নিল গুজরাট শাখার বিশ্ব হিন্দু পরিষদ।

পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে অশোক রাভাল জানিয়েছেন যে সেন্ট্রাল বোর্ড অব সার্টিফিকেশনের তরফে ৪০ থেকে ৪৫টা ভুল শোধরানো হয়েছে রং, গান, কাপড়, ইত্যাদি মিলিয়ে। সব এখন আর সমস্যা নেই। এটা হিন্দুদের জয় বলেই তিনি ঘোষণা করেন।

দীপিকা, শাহরুখ, জন অভিনীত পাঠান গোটা ভারতজুড়ে ৫০০০টির বেশি হলে দেখানো হবে বলে জানা গিয়েছে। আজ ভোর ৬টা থেকে এই সিনেমার স্ক্রিনিং শুরু হয়েছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]