জাপানে প্রচণ্ড ঝড়ে কার্গো জাহাজ ডুবি, নিখোঁজ ৮


আন্তর্জাতিক ডেস্ক: , আপডেট করা হয়েছে : 25-01-2023

জাপানে প্রচণ্ড ঝড়ে কার্গো জাহাজ ডুবি, নিখোঁজ ৮

জাপানের দক্ষিণ-পশ্চিম উপকূলে রাতে একটি মালবাহী জাহাজ ডুবে ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। ৮ জন এখনো নিখোঁজ রয়েছেন।

জাহাজটিতে ১৪ জন চীনা এবং ৮ জন মিয়ানমারের নাগরিক ছিল বলে জানিয়েছে কোস্টগার্ড।

বুধবার স্থানীয় সময় ভোররাত পৌন ৩টার দিকে জাপানের বন্দরশহর নাগাসাকি ও দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের মধ্যবর্তী সাগরে জাহাজটি ডুবে যায়।

হংকংয়ে রেজিস্ট্রিকৃত ৬৬৫১ টনি জাহাজ ‘জিনতিয়ান’ মঙ্গলবার গভীর রাতে বিপদ সঙ্কেত দিয়েছিল বলে জাপানের কোস্ট গার্ড জানিয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি থেকে এক ব্যক্তি জানিয়েছিলেন সেটি কাত হয়ে পানিতে ডুবে যাচ্ছে।

পরের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, জাহাজটির ২২ ক্রু সদস্যের সবাইকে লাইফবোটে তোলা হয়েছে; ক্রুদের সবাই চীন ও মিয়ানমারের নাগরিক।

জাপান সরকারের শীর্ষস্থানীয় এক মুখপাত্র হিরোকাজু মাতসুনো জানান, কোস্টগার্ড অবিলম্বে নাগাসাকি শহরের পশ্চিমে ওই এলাকায় থাকা টহল জাহাজ ও আকাশযানগুলোকে ডেকে সাহায্য চায়।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]