ভারতে পাঁচতলা ভবন ধস, নিহত ৩


আন্তর্জাতিক ডেস্ক: , আপডেট করা হয়েছে : 25-01-2023

ভারতে পাঁচতলা ভবন ধস, নিহত ৩

ভারতের উত্তরপ্রদেশের লখনৌ শহরে পাঁচতলা ভবন ধসে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে ১৪ বাসিন্দাকে জীবিত উদ্ধার করা গেলেও, এখনো আটকা পড়েছেন ৫ জন। খবর দ্য ইকোনোমিক টাইমসের।

মঙ্গলবার দেশটির উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে এ ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, দুর্ঘটনার সময় ভবনটিতে ছিলেন কমপক্ষে ২৫ বাসিন্দা। ধ্বংসস্তূপের নিচে আটকা ব্যক্তিরা একই জায়গায় রয়েছেন। যাদের মধ্যে দু’জনের সাথে যোগাযোগ স্থাপন করতে পেরেছেন উদ্ধারকর্মীরা।

আটকা পড়া ব্যক্তিদের সবাইকে পাইপের মাধ্যমে অক্সিজেন এবং তরল পানীয় সরবরাহ করা হচ্ছে। খুব শিগগিরই তাদের অক্ষত অবস্থায় উদ্ধারে আশাবাদী ফায়ার ব্রিগেড এবং জাতীয় স্বেচ্ছাসেবী বাহিনী এনডিআরএফ।

স্থানীয় সময় সন্ধ্যায় হঠাৎ করে ওয়াজির হাসানগঞ্জ রোডের ওই বাড়িটি ধসে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত শুরু হয় উদ্ধার তৎপরতা। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে হাসপাতালে। কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]