শবে মেরাজের তারিখ ভুল, ইসলামিক ফাউন্ডেশনের দুঃখ প্রকাশ
অনলাইন ডেস্ক
,
আপডেট করা হয়েছে : 23-01-2023
পবিত্র শবে মেরাজের তারিখ নিয়ে বিভ্রান্তি হওয়ায় দুঃখ প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সময় সংবাদের কাছে দুঃখ প্রকাশ করেন প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন। তিনি বলেন, পবিত্র শবে মেরাজ ১৯ ফেব্রুয়ারি (রোববার) দিবাগত রাতে পালিত হবে বলে জানানো হয়েছিল, যে তথ্যটি ছিল ভুল। সঠিক তথ্য হচ্ছে আগামী ১৮ ফেব্রুয়ারি (শনিবার) দিবাগত রাতে শবে মেরাজ পালিত হবে।
ভুল তারিখ জানানোর জন্য সময় সংবাদের কাছে দুঃখ প্রকাশ করেন ইসলামিক ফাউন্ডেশনের এ কর্মকর্তা।
সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা যায়। ফলে ২৪ জানুয়ারি থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে এবং আগামী ১৮ ফেব্রুয়ারি (শনিবার) দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে।
এদিন বায়তুল মুকাররম মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মুনিম হাসান।
সভায় উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মো. ছাইফুল ইসলাম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. নজরুল ইসলাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন, ঢাকা জেলার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মামুনুল হক, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. আজিজুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের উপপরিচালক মো. সিরাজুল হক ভুঞা, সহকারী ওয়াকফ প্রশাসক মো. শাহরিয়ার হক, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নিয়ামতুল্লাহ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মুহাম্মাদ আবদুর রশীদ, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ (নাম জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়)।